বিশ্বজিৎ দাস, খড়গপুর : লক্ষ্মীপুজোর আগের রাতে খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনা (Kharagpur Accident)। ৫ ফুল ব্যবসায়ী সহ ৬ জনের মৃত্যু হয়েছে। ৬ নম্বর জাতীয় সড়কের উপর গাড়িতে ফুল তোলার সময় পিছন থেকে ধাক্কা মারে লরি। সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ ফুল ব্যবসায়ীর। মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও। গুরুতর আহত ৪ ফুল ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা ?
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বুড়ামালা বাজার এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে। গতকাল ভোররাতে ৬ নম্বর জাতীয় সড়কে প্রায় ১৫ জন ফুল ব্যবসায়ী গাড়ি দাঁড় করিয়ে লরিতে ফুল ওঠাচ্ছিলেন। সেই সময় পেছন থেকে একটি সিমেন্ট বোঝায় লরি এসে ফুল ব্যবসায়ীদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জন ফুল ব্যবসায়ী ও যে গাড়িটি দাঁড়িয়ে ফুল ওঠাচ্ছিল, সেই গাড়ির চালকের। দুর্ঘটনায় আরও ৪ জন ফুল ব্যবসায়ী আহত হন।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়গপুর লোকাল থানার পুলিশ। এলাকাবাসীর সহযোগিতায় মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এর পাশাপাশি আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর বুড়ামালা বাজার এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর ওভারব্রিজ তৈরির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বাঁকুড়ায় দুর্ঘটনা-
উৎসবের আলো মিলিয়ে যাওয়ার আগেই শোকের নিকষ কালো অন্ধকার। দ্বাদশীর দিনে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ যায় বাঁকুড়ার বাসিন্দার (Bankura accident)। স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সড়ক দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় পিছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা এক পিকআপ ভ্যান পিষে দেয় শান্ত ভুঁইকে (৪৪)। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। রক্তে ভেসে যেতে থাকে রাস্তা। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে যেতে সব শেষ। হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়ে দেন, মারা গিয়েছেন ওই সাইকেল আরোহী। মৃত্যুর খবর এসে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্থানীয়রা জাতীয় সড়কে অবরোধ শুরু করেন। অভিযোগ তোলেন, নজরদারির অভাবে বেপরোয়া গতিতে ছুটে চলা গাড়ির জেরে বাড়ছে দুর্ঘটনার বহর। তারই মাশুল প্রাণ খুইয়ে দিতে হল ডাংমেজিয়া গ্রামের শান্তকে। পাশাপাশি ওঠে, মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও।
স্থানীয় সূত্রে জানা যায়, মেজিয়া ব্লকের ডাংমেজিয়া গ্রামের বাসিন্দা শান্ত ভুঁই সাইকেল নিয়ে বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে মেজিয়া থেকে দুর্লভপুরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই ঘটে দুর্ঘটনা।