আবির দত্ত, পিংলা: দশমীর দিন পাকা দেখা হয়েছিল। কালীপুজোর পর বিয়ে হবে বলে ঠিক হয়েছিল। তার আগেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হল এক তরুণীকে। টিউশন ফি জমা দিতে বেরিয়েছিলেন ওই তরুণী। পরে পিংলার মুণ্ডুমারী অঞ্চল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। মাথায় আঘাত পেয়েছেন তিনি। পিংলা, মেদিনীপুর, এসএসকেএম-এর পর এনআরএস-এ ভর্তি করা হয়েছে ওই তরুণীকে। 


পিংলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী, মাথায়  গুরুতর আঘাত


ওই তরুণীকে গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পিংলা (Pingla News) থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবারের লোকজন। কী কারণে তাঁকে গাড়িতে তোলা হয়েছিল গাড়িতে, খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি এক সপ্তাহ আগে এক পরিচিতের কাছ থেকে ওই তরুণীর ফোন নম্বর চেয়েছিলেন বলে জানা গিয়েছে।


মেয়েটির বাবা জানিয়েছেন, মেয়েকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয় বলে জানতে পেরেছেন তিনি। দোষী ব্যক্তির কঠোর শাস্তি হোক, দাবি তুলেছেন তিনি। তরুণীর হবু স্বামী জানান, অভিযুক্ত মেয়েটির উপর নজরদারি চালাতেন। তবে টিউশন ফি জমা দিতে যাওয়া তরুণীর এমন পরিণতি হল কী করে, এখনও স্পষ্ট নয়। 


আরও পড়ুন: Humayun Kabir : "৭৫ শতাংশ পুরনো নেতৃত্বকে সরিয়ে দেব", হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের


মেয়েটির পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী তৃতীয় বর্ষের বাংলা অনার্সের ছাত্রী। শনিবার বিকেলে টিউশন ফি জমা দিতে বাড়ি থেকে বেরোন। তার পর থেকে খোঁজ মিলছিল না। রাতের দিকে পুলিশের তরফে যোগাযোগ করা হয় বাড়িতে। যানা যায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই তরুণীকে। 


পুলিশের ফোন পেয়ে এর পর তড়িঘড়ি ছুটে যান বাড়ির লোকজন। ওই তরুণীকে প্রথমে পিংলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়  করে। তার পর মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখান থেকে কলকাতার এসএসকেএম-এ রেফার করা হয়। সেখানে আনার পর এনআরএস-এ ভর্তি করা হয় ওই তরুণীকে। এই মুহূর্তে এনআরএস-এই চিকিৎসাধীন ওই তরুণী। তাঁর অস্ত্রোপচার চলছে।


মেয়েটির উপর নজর রাখছিলেন এক যুবক!


এই ঘটনায় খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে। ধৃত ব্যক্তিই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। ওই তরুণীকে তিনি পছন্দ করতেন বলে জানা গিয়েছে। একজনের কাছ থেকে ওই তরুণীর নম্বরও চান কিছুদিন আগে। গাড়িতে অন্য কেউ ছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। মাথায় আঘাত পেয়ে এই মুহূর্তে বয়ান দেওয়ার মতো অবস্থায় নেই ওই তরুণী। তিনি সুস্থ হয়ে উঠলে, রহস্য স্পষ্ট হবে বলে আশাবাদী পুলিশ।