বিশ্বজিৎ দাস, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর: মাঝে সামান্য কিছু সময়ের ব্যবধান। তারমধ্যেই পরপর দুটি ছিনতাইয়ের ঘটনা খড়্গপুর শহরে। কিছু সময়ের ব্যবধানে দুটি দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে খড়্গপুর শহরে। একটি ঘটনায় ছিনতাইকারীদের বাধা দিতে গিয়েছিলেন এক মহিলা। তার জন্য ওই মহিলাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ।
কোথায় ঘটেছে?
বুধবার রাতে একটি ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকার সাই মন্দিরের পিছনে। তার কিছুক্ষণের মধ্যেই ওল্ড সেটেলমেন্ট এলাকায় একই কায়দায় আরও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
কী অভিযোগ?
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ওল্ড সেটেলমেন্টের সাই মন্দির এলাকা। বুধবার রাতে ওই এলাকারই বাসিন্দা এক মহিলা বাড়ির সামনেই গোলবাজার থেকে কিছু জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন। তিনি স্কুটার চালিয়ে ফিরছিলেন। তাঁর অভিযোগ, বাড়ির গেটের বাইরে স্কুটার রেখে দরজা খুলতে গেলে হঠাৎই পিছন থেকে একটি বাইক আসে। বাইকে দুই দুষ্কৃতী বসেছিল। বাইকের পিছনে বসা দুষ্কৃতী তাঁর গলার হার ছিনতাই করতে যায় বলে দাবি। তা দেখামাত্র তখনই বাধা দেন ওই মহিলা। অভিযোগ, ছিনতাইয়ে বাধা দিতেই মহিলার মুখে এক ঘুঁষি মারে ওই ছিনতাইবাজ। পাল্টা ওই মহিলা ওই ছিনতাইবাজের কলার ধরে টানাটানি শুরু করেন। সেই সময়েই কোনওভাবে ওই মহিলার জামা ছিঁড়ে যায়। গলার হার বাঁচাতে গেলে দুষ্কৃতী তাঁর সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। সেই সময়ে চেনের অর্ধেক অংশ মহিলার হাতেই রয়ে যায়। এরপর বাইকে বসে ওই দুই দুষ্কৃতী চম্পট দেয় বলে অভিযোগ। খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। এই ঘটনার পর ঠিক একটু দূরে ওল্ড সেটেলমেন্ট এলাকায় অটো থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। সেই সময় দুই দুষ্কৃতী বাইকে এসে ওই মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
তদন্তে পুলিশ:
তদন্তে নেমেছে খড়গপুর টাউন থানার পুলিশ। বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের সনাক্তকরণ শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। দুটি ঘটনার পিছনে একই চোরের দল রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: ফোন করে পার্ক সার্কাস ময়দানে ডেকে কুপিয়ে খুন যুবককে