অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আগামীকাল, বৃহস্পতিবার থেকে যাত্রীদের জন্য শুরু হচ্ছে শিয়ালদা-সেক্টর ফাইভ ( Sealdah-Sector Five) রুটে মেট্রো চলাচল। এক ঘণ্টার রাস্তা মাত্র একুশ মিনিটে পৌঁছে যাবেন যাত্রীরা। অফিসটাইমে ১৫ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। বাকি সময় মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। সোম থেকে শনিবার পর্যন্ত, প্রতিদিন মোট ১০০টি করে ট্রেন এই রুটে ছুটবে।


মেট্রোর সময়সূচি: বৃহস্পতিবার থেকেই যাত্রীদের জন্য খুলে যাচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনের দরজা। এবার থেকে মেট্রোয় চড়ে শিয়ালদা থেকে সোজা যাওয়া যাবে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৬টা ৫৫-য়। উল্টো দিকে সেক্টর ফাইভ থেকে সকাল সাতটায় শিয়ালদার উদ্দেশে প্রথম ট্রেনটি ছাড়বে। শিয়ালদা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.৩৫-এ। সেক্টর ফাইভ থেকে শেষ ট্রেনের টাইম রাত ৯টা ৪০-এ। সোম থেকে শনিবার পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোয় প্রতিদিন মোট ১০০টি করে ট্রেন  ছুটবে। তবে রবিবার দিন সম্পূর্ণ বন্ধ থাকবে এই পরিষেবা।


একবার এই পরিষেবা চালু হলে, কলকাতা শহরের পরিবহণের চেহারাটাই অনেকটা বদলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন উত্তরের দিক থেকে সল্টলেকের দিকে আসা মানুষের প্রধান ভরসাই হল ট্রেন। বিধাননগর রোড স্টেশনের এই বাদুড়ঝোলা ভিড় অনেকটাই কমবে বলে আশা মেট্রো কর্তাদেরও। এবার থেকে এই ভিড়টাই শিয়ালদা মেট্রোয় দেখা যাবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অফিসটাইমে ১৫ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। বাকি সময় মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। শিয়ালদা স্টেশন থেকে মেট্রোয় চেপে বসলেই প্রথম স্টেশন পড়বে ফুলবাগান। তারপর একে একে সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী হয়ে সোজা সেক্টর ফাইভ পৌঁছে যাবে মেট্রো। গাড়িতে শিয়ালদা স্টেশন থেকে সল্টলেক সেক্টর ফাইভ যেতে ১ ঘণ্টা সময় লাগে। ইস্ট ওয়েস্ট মেট্রোয় সেইসময়ই লাগবে মাত্র ২১ মিনিট।


এখন পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব থেকে বড় স্টেশন হল শিয়ালদা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্টেশনে রাখা হয়েছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। ওঠানামার জন্য থাকছে মোট ৫টি লিফট।  যাত্রীদের সুবিধার জন্য রয়েছে ২৭টি টিকিট কাউন্টার। এই প্রথম কোনও মেট্রো স্টেশনে থাকছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মের দু’পাশেই থাকবে ওঠা নামার সুবিধা। শিয়ালদা থেকে মেট্রোয় উঠলেই দিতে হবে ন্যূনতম ১০ টাকা। সেক্টর ফাইভ পর্যন্ত ভাড়া ২০ টাকা।


আরও পড়ুন: Kolkata Municipal Corporation: ক্রেতা-বিক্রেতাদের সচেতন করতে উদ্যোগ, প্লাস্টিক দূষণ রুখতে নয়া ভাবনা কলকাতা পুরসভার