পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায়, সমীরণ পাল, কলকাতা : পাটনায় খুন করে, পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিল খুনিরা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুষ্কৃতীদের গাড়ির ছবি। ওই গাড়িতে চেপেই বিহার থেকে পালিয়ে রাজ্যে ঢুকেছে দুষ্কৃতীরা। সেই গাড়ি ঢুকেছে দক্ষিণ কলকাতার একটি আবাসনে, ধরা পড়েছে সিসি ক্যামেরায়। তল্লাশিতে গেলে ওই গাড়ি দেখা যায়নি আবাসনে, এমনই খবর পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে। তাহলে কোথায় পালিয়েছে দুষ্কৃতীরা? বাসন্তী হাইওয়ে দিয়ে কি অন্য কোথাও পালিয়েছে দুষ্কৃতীরা? উঠছে প্রশ্ন। আনন্দপুর থানা, কেএলসি থানা, ভাঙড় এলাকার বিভিন্ন সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে সাদা রঙের একটি ফাইভ সিটার গাড়ি দেখা গিয়েছে। গাড়ির ভিতরে ৫ জনের ঝলক মিলেছে। তাঁরা পাটনার হাসপাতালের ঘটনার আততায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই যে ৫ জনকে আটক করা হয়েছে তারা পাটনার হাসপাতালের হত্যাকাণ্ডের ঘটনায় আততায়ীদের লজিস্টিক সাপোর্ট দিচ্ছিল বলে খবর পুলিশ সূত্রে। নিউটাউনের সুখবৃষ্টি আবাসনের দুটো ফ্ল্যাট থেকে ২ জন করে মোট ৪ জন আর আবাসন সংলগ্ন এলাকা থেকে আরও একজন, অর্থাৎ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আটক ৫ জনের হোয়াটসঅ্যাপ চ্যাট, কল লিস্ট - সবই খুঁটিয়ে খতিয়ে দেখা হচ্ছে। আততায়ীদের সঙ্গে তাদের কোনও যোগসূত্র আদৌ রয়েছে কিনা, থাকলে তা কী, এই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বিহারে গুলিকাণ্ডে রাজ্যে অভিযুক্তরা, মোট ৫ জনকে আটক করা হয়েছে। নিউটাউনে সাপুরজির সুখবৃষ্টি আবাসন থেকে ৪ জনকে আটক করা হয়েছে। M-73 ব্লকের ৫ তলায় ৪০৬ নম্বর ফ্ল্যাটে ভাড়া থাকত ২ জন। পুলিশ সূত্রে খবর, অভিষেক, সেতু রাজ নামে ২ জন গত ৬-৭ মাস ধরে ভাড়া থাকত। অভিষেকের বাড়ি বিহার, সেতু ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা। অভিষেক ও সেতুকে আটক করার পর ফের সুখবৃষ্টি আবাসনে হানা পুলিশের। M-70 ব্লকের তিনতলায় ২০৬ নম্বর ফ্ল্যাটে হানা পুলিশের। ওই ফ্ল্যাট থেকে আরও ২ জনকে আটক করেছে পুলিশ।
নিউটাউন থেকে যাদের আটক করা হয়েছে, তাদের সঙ্গে, পাটনা থেকে কথা বলেছিল খুনিরা, দাবি পুলিশের। যাদের আটক করা হয়েছে তারা পালানোর চেষ্টা করছে এমন খবর ছিল পুলিশের কাছে। সেই সূত্র ধরেই চলে অভিযান। প্রথমে আবাসনের বাইরে রাস্তা থেকে একজনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে হদিশ মিলেছে বাকি ৪ জনের। সুখবৃষ্টি আবাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রচুর প্রশ্ন। যাদের ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়, তাহলে কি তাদের কোনও নথিই খতিয়ে দেখা হয় না? আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তা যে 'ঢিলেঢালা' সে কথাও জানিয়েছেন বাসিন্দাদের একাংশ।
পাটনার হাসপাতালে দাগি আসামী চন্দন মিশ্রর খুন পূর্ব পরিকল্পিত। গয়ার জেলে বন্দি থাকা হিরো নামের কুখ্যাত দুষ্কৃতী, যে শেরু সিংয়ের ঘনিষ্ট, সে এই হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছে বলে অনুমান পুলিশের। তাই পুরুলিয়া জেলে বন্দি থাকা শেরু সিংকে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে, তেমনই গয়ার জেলে বন্দি হিরোকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যাচ্ছে।