গত ২১ মে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হয় । এদিন সকাল ৬টা ১০-এ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেয় রাজ্যের তৃতীয় সেমি হাইস্পিড ট্রেন। এর হাত ধরেই উত্তর-পূর্ব ভারতে সূচনা হয় বন্দে ভারতের। নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথে পড়বে নিউ কোচবিহার, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, রঙ্গিয়া ও কামাখ্যা স্টেশন।
এর আগেই বাংলায় দুটি রুটে এই সেমি হাইস্পিড ট্রেন চলাচল শুরু করেছে। হাওড়া-পুরী ও হাওড় - নিউ জলপাইগুড়ি, এই দুই রুটে চলে বন্দে ভারত এক্সপ্রেস। এবার নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি ছুটবে ট্রেনটি। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পৌঁছতে ট্রেনটির সময় লাগবে ৫ ঘন্টা ৩০ মিনিটে । একই রুটে এখন যে যে ট্রেন চলে, তার মধ্যে দ্রুততমটি গন্তব্যে পৌঁছতে সময় লাগায় প্রায় ৬ ঘন্টা, ৩০ মিনিট। সপ্তাহে ছয় দিন চলবে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ।
এটিই হতে চলেছে এই অঞ্চলের দ্রুততম ট্রেন যা যাত্রীদের এতটা উন্নত পরিবহন সুবিধা প্রদান করবে। বন্দে ভারত এক্সপ্রেস এই নির্দিষ্ট রুটে ১১০ কিমি/ঘন্টা গতিতে দৌড়বে। তবে এই ট্রেনের ১৮০ কিমি/ঘন্টা গতিতে ছোটার ক্ষমতা আছে। ট্রেনের টিকিটের দাম এখনও সরকারিভাবে প্রকাশ করেনি।