Vande Bharat Express : রাজ্য পেল আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। ছুটছে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে। সোমবার নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। এই নিয়ে তৃতীয় বন্দে ভারত পেল রাজ্য। অসমের এটি প্রথম বন্দে ভারত। ভার্চুয়ালি বাংলা-অসম বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 


সোমবার, ২৯ মে, দুপুর ১২ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটিগামী বন্দে ভারত ট্রেনটি উদ্বোধন করবেন। এটিই হতে চলেছে উত্তর-পূর্বের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস । এটি দেশের অষ্টাদশ বন্দে ভারত ট্রেন । বাংলার সঙ্গে উত্তর-পূর্বের সংযোগ বাড়াতে সাহায্য করবে এই বন্দে ভারত।  প্রধানমন্ত্রী  রবিবার ট্যুইট করে উদ্বোধনের কথাটি জানান। 



গত ২১ মে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হয় । এদিন সকাল ৬টা ১০-এ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেয় রাজ্যের তৃতীয় সেমি হাইস্পিড ট্রেন। এর হাত ধরেই উত্তর-পূর্ব ভারতে সূচনা হয় বন্দে ভারতের।  নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথে পড়বে নিউ কোচবিহার, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, রঙ্গিয়া ও কামাখ্যা স্টেশন। 


 






এর আগেই বাংলায় দুটি রুটে এই সেমি হাইস্পিড ট্রেন চলাচল শুরু করেছে। হাওড়া-পুরী ও হাওড় - নিউ জলপাইগুড়ি, এই দুই রুটে চলে বন্দে ভারত এক্সপ্রেস। এবার নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি ছুটবে ট্রেনটি। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পৌঁছতে ট্রেনটির সময় লাগবে ৫ ঘন্টা ৩০ মিনিটে । একই রুটে এখন যে যে ট্রেন চলে, তার মধ্যে দ্রুততমটি গন্তব্যে পৌঁছতে সময় লাগায় প্রায় ৬ ঘন্টা, ৩০ মিনিট। সপ্তাহে ছয় দিন চলবে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ।

এটিই হতে চলেছে এই অঞ্চলের দ্রুততম ট্রেন যা যাত্রীদের এতটা উন্নত পরিবহন সুবিধা প্রদান করবে। বন্দে ভারত এক্সপ্রেস এই নির্দিষ্ট রুটে ১১০ কিমি/ঘন্টা গতিতে দৌড়বে।  তবে এই ট্রেনের ১৮০ কিমি/ঘন্টা গতিতে ছোটার ক্ষমতা আছে। ট্রেনের টিকিটের দাম এখনও সরকারিভাবে প্রকাশ করেনি। 


রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের একদিন আগে, রবিবার, ২৮ মে গুয়াহাটি রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ব্যাটারি-চালিত কার্ট পরিষেবারও উদ্বোধন করেন, যা বিশেষ ভাবে সক্ষমদের ও বয়স্ক যাত্রীদের অনেকটা সুবিধা দেবে।