কলকাতা : লোকসভা ভোটের আগে আজ রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২ দিনের সফরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। এদিকে এরই মধ্যে জানা গেল, এরপর ফের আগামী ৬ মার্চ বাংলায় এসে মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে ধর্মতলা পর্যন্ত পরিষেবার উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন হবে আরও দু'টি মেট্রো প্রকল্পের । রুবি থেকে নিউ গড়িয়া পর্যন্ত পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । তারতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত পরিষেবারও উদ্বোধন করার কথা তাঁর।


তার আগে আজ সকালে অণ্ডাল বিমানবন্দরে নামতে চলেছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে ঝাড়খণ্ডে যাওয়ার কথা। এরপর ধানবাদ থেকে হেলিকপ্টারে আরামবাগে পৌঁছবেন মোদি। সেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সভায় বক্তব্য় রাখবেন প্রধানমন্ত্রী। রাতে রাজভবনে থাকবেন তিনি। আগামীকাল কৃষ্ণনগরে জনসভা করার কথা মোদির।


নিউ গড়িয়া ( New Garia ) থেকে রুবি পর্যন্ত মেট্রোর ( Metro Rail ) পরিষেবা কবে শুরু , এই নিয়ে উৎসাহের শেষ নেই। বহু মানুষের সুরাহা হবে এই পরিষেবা চালু হলে। সম্প্রতি জানা যায়, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ( East West Metro ) হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত অংশ ও জোকা-তারাতলা মেট্রোর মাঝেরহাট পর্যন্ত অংশের ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেগুলি পূরণ হলে ছাড়পত্র মিলবে বলে জানা যায়। তবে মেট্রো যাত্রীদের জন্য় সুখবর শোনা যায় ফেব্রুয়ারির গোড়ার দিকে। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর পরিষেবা শুরুর জন্য় কমিশনার অফ রেলওয়ে সেফটির পর চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটিরও ছাড়পত্র মেলে। পরিকাঠামো পরিদর্শনের পর এই অংশের মেট্রো পরিষেবা শুরুর ছাড়পত্র দেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। নিয়ম অনুযায়ী, চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে ছাড়পত্র মেলার ৩ মাসের মধ্য়ে বাণিজ্য়িকভাবে পরিষেবা শুরু করতে হয়। ফলে দ্রুত পরিষেবা চালু হবে বলে জানা যায় মেট্রো রেল সূত্রে। 


উপরে বইছে গঙ্গা। আর নীচে দৌড়চ্ছে মেট্রো। শহরবাসীর বহুদিনের প্রতীক্ষা। মেট্রোর চতুর্থ লাইনে পরিষেবা শুরুর জন্য় ছাড়পত্র মিললেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে ধর্মতলা রুটে গঙ্গার নীচের অংশের ক্ষেত্রে সেবার কিছু শর্ত দেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। গত ডিসেম্বরে এই অংশের পরিকাঠামো দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন জনক কুমার গর্গ। সূত্রের খবর, এবারও পরিদর্শনের পর হাওড়া স্টেশনে ঢোকা-বেরনোর মুখ চওড়া করা, স্টেশনে চিহ্নিতকরণ সহ কিছু শর্ত দিয়েছেন তিনি।