PM Modi West Bengal Visit LIVE: আগামীকাল কৃষ্ণনগরে সভা করার কথা প্রধানমন্ত্রীর
PM Modi West Bengal Visit LIVE Updates: এদিন রাতে থাকবেন রাজভবনে। ২২ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে নরেন্দ্র মোদির
'তৃণমূল শুধু মুখেই মা-মাটি-মানুষের কথা বলে', সন্দেশখালিকাণ্ডে তৃণমূলকে আক্রমণ মোদির। 'সন্দেশখালির মা-বোনেরা মমতা দিদির কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু ২ মাস ধরে ফেরার ছিল অভিযুক্তরা, কেউ তো আড়াল করছিল। সন্দেশখালির মা-বোনেদের আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে পুলিশ', শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে মন্তব্য নরেন্দ্র মোদির।
'নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক রয়েছে বলে অহঙ্কার তৃণমূলের। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করবে এখানকারই মানুষ।' বললেন প্রধানমন্ত্রী।
সন্দেশখালির পাশাপাশি আজ দুর্নীতি ইস্য়ুতেও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন নরেন্দ্র মোদি। মন্ত্রীর ঘরে টাকার পাহাড়ের প্রসঙ্গ টেনে বললেন, ''আমি পশ্চিমবঙ্গের মানুষকে গ্য়ারান্টি দিচ্ছি। আর মোদির গ্য়ারান্টি হল, যারা গরিবের টাকা লুঠ করেছে, তাকে ফেরত দিতেই হবে।'' স্কুল, পুরসভায় নিয়োগ থেকে জমি দখল, গরু পাচার, চিটফান্ড। দুর্নীতি নিয়ে একাধিক হাতিয়ার নিয়ে আজ আক্রমণ শানান প্রধানমন্ত্রী।
শিক্ষা থেকে গরু, কয়লা, রেশন দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ মোদির, 'গরিবের জমি দখল থেকে সরকারি প্রকল্প, চিটফান্ড, সবেতেই তৃণমূলের দুর্নীতি। দুর্নীতি করেছে বলেই তো তৃণমূল নেতার ঘরে নোটের পাহাড়'
রাত পেরোলেই ২ মার্চ, আগামীকাল কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিন রাতে থাকবেন রাজভবনে। ২২ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে নরেন্দ্র মোদির।
আমার সাথে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি হয়, মোদির সঙ্গে বৈঠক সেরে বললেন মুখ্যমন্ত্রী।
বিরোধী জোটকেও আক্রমণ নরেন্দ্র মোদির। 'সব দেখেও না দেখার ভান বিরোধী জোটের সদস্যদের। মুখ্যমন্ত্রীর জবাব চাওয়ার সাহস পর্যন্ত দেখাননি বাম-কংগ্রেস। বিরোধী জোটের সদস্যরা চোখ-কান-মুখ বন্ধ করে বসে আছে। কংগ্রেসের জাতীয় সভাপতি বলছেন, এমন তো হতেই পারে, এটা বাংলার মানুষের অপমান।'
'এবারের লোকসভা ভোটেই তৃণমূলের বিদায়ের কাউন্টডাউন শুরু হবে', আরামবাগের সভা থেকে হুঙ্কার নরেন্দ্র মোদির। 'নির্দিষ্ট একটা ভোট ব্যাঙ্ক তৃণমূলের অহঙ্কার, তৃণমূলের গুন্ডারাজকে উৎখাত করবে মহিলারা', আরামবাগের সভা থেকে হুঙ্কার নরেন্দ্র মোদির।
'সন্দেশখালির ঘটনায় গোটা দেশ শিহরিত। সন্দেশখালির মা-বোনেদের অত্যাচার চালিয়েছে তৃণমূল। সন্দেশখালিতে যা হয়েছে, আজ তা দেখে হয়তো রাজা রামমোহন রায়ের আত্মাও কাঁদছে। দুঃসাহসের সমস্ত সীমারেখা অতিক্রম করে গিয়েছে তৃণমূল', বললেন প্রধানমন্ত্রী।
ভোটের আগে বাংলায় এসে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণ মোদির। 'দুর্নীতি-অপরাধের মডেল তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। স্কুল-পুরসভায় নিয়োগে দুর্নীতি, সরকারি জিনিস কিনতেও দুর্নীতি', মানুষের টাকা লুঠ করতে দেব না, আরামবাগের সভা থেকে হুঙ্কার মোদির। 'এতদিন ধরে যাঁদের লুঠ করেছে তৃণমূল, তাঁদের টাকা ফেরত দিতেই হবে', লুঠেরাদের আক্রমণে ভয় পাই না, আক্রমণে মোদি । লুঠেরাদের হারাতেই হবে, ছাড়ব না, হুঙ্কার নরেন্দ্র মোদির।
রাজভবনে প্রধানমন্ত্রী, যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজভবনে হবে মোদি-মমতা বৈঠক। বিকেল ৫.৩০-এর পর রাজভবনে মোদি-মমতা বৈঠক, খবর সূত্রের
বিরোধী জোটকেও আক্রমণ নরেন্দ্র মোদির। 'সব দেখেও না দেখার ভান বিরোধী জোটের সদস্যদের। মুখ্যমন্ত্রীর জবাব চাওয়ার সাহস পর্যন্ত দেখাননি বাম-কংগ্রেস। বিরোধী জোটের সদস্যরা চোখ-কান-মুখ বন্ধ করে বসে আছে। কংগ্রেসের জাতীয় সভাপতি বলছেন, এমন তো হতেই পারে, এটা বাংলার মানুষের অপমান।'
সন্দেশখালির 'সন্ত্রাস' নিয়ে তৃণমূলকে কড়া আক্রমণ মোদির। মা-বোনেদের সঙ্গে যা হয়েছে, তার জবাব দিতে হবে', সব চোটের জবাব দিতে হবে ভোটে, হুঙ্কার নরেন্দ্র মোদির
'নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক রয়েছে বলে অহঙ্কার তৃণমূলের। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করবে এখানকারই মানুষ।' বললেন প্রধানমন্ত্রী।
'তৃণমূল সরকারের জন্য বাংলায় উন্নয়নের কাজে বাধা। কেন্দ্রের বরাদ্দ সত্ত্বেও বাংলায় কোটি কোটি টাকার প্রকল্প আটকে। কেন্দ্র টাকা দিলেও এখানে কচ্ছপের গতিতে কাজ করছে। যাঁদের জন্য এখনও ঘরে ঘরে জল পৌঁছয়নি, তাঁদের জল-খাবারও বন্ধ করতে হবে। তৃণমূল কংগ্রেস গরিব বিরোধী।' মন্তব্য প্রধানমন্ত্রীর।
শিক্ষা থেকে গরু, কয়লা, রেশন দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ মোদির। তিনি বললেন, 'গরিবের জমি দখল থেকে সরকারি প্রকল্প, চিটফান্ড, সবেতেই তৃণমূলের দুর্নীতি। দুর্নীতি করেছে বলেই তো তৃণমূল নেতার ঘরে নোটের পাহাড়। সিনেমাতেও কারও ঘর থেকে এত টাকা উদ্ধারের ছবি দেখা যায়নি। গরিবকে এতদিন ধরে লুঠ করেছে, আর এখন টাকা দিচ্ছে না বলে ধর্না দিচ্ছে। মানুষের টাকা লুঠ করতে দেব না, এতদিন ধরে যাঁদের লুঠ করেছে তৃণমূল, তাঁদের টাকা ফেরত দিতেই হবে।'
'দুঃসাহসের সমস্ত সীমারেখা অতিক্রম করে গিয়েছে তৃণমূল। সন্দেশখালির মা-বোনেরা মমতা দিদির কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু কেউ তো অভিযুক্তদের আড়াল করছিল এতদিন। সন্দেশখালির মা-বোনেদের আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বাংলার পুলিশ। মা-বোনেদের সঙ্গে যা হয়েছে, তার জবাব দিতে হবে। সব চোটের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে।' মন্তব্য প্রধানমন্ত্রীর।
'পশ্চিমবঙ্গের অবস্থা আজ গোটা দেশ দেখছে। তৃণমূল শুধু মুখেই মা-মাটি মানুষের কথা বলে। সন্দেশখালির ঘটনায় গোটা দেশ শিহরিত। সন্দেশখালিতে যা হয়েছে, আজ তা দেখে হয়তো রাজা রামমোহন রায়ের আত্মাও কাঁদছে।' সুর চড়ালেন মোদি।
আরামবাগের সভা থেকে বাংলায় শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। 'রাজা রামমোহন রায় নারী শক্তির কল্যাণের জন্য লড়াই করেছিলেন।' বললেন প্রধানমন্ত্রী...
'বিজেপি আর সন্দেশখালির মহিলাদের আন্দোলনের জেরে গ্রেফতার শেখ শাহজাহান । শেখ শাহজাহান যেভাবে যাচ্ছিল, দেখে মনে হচ্ছিল পুলিশ ওকে গ্রেফতার করেনি। তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন মহিলারা।' আরামবাগের সভায় বললেন সুকান্ত মজুমদার।
'
'পশ্চিমবঙ্গে রাজধর্ম পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০০ দিনের কাজে ইউপিএ সরকারের থেকে অনেক বেশি টাকা দিয়েছে মোদি সরকার। কিন্তু তৃণমূল সরকার সব টাকা চুরি করে নিয়েছে। দুর্নীতিতে জর্জরিত তৃণমূল সরকার, শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে। সন্দেশখালির শেখ শাহজাহানদের মতো নেতারা মানুষের ওপর অত্যাচার চালিয়েছে।' আরামবাগের সভায় মন্তব্য শুভেন্দুর।
'আজ পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য ৭ হাজার কোটির বেশি টাকার প্রকল্পের উদ্বোধন হয়েছে'। ' আমরা চাইছি এইরাজ্যে রেলের আধুনিকীকরণ করতে'। 'এর ফলে রেল পরিবহণ আরও উন্নত হবে'। 'দেশে উন্নয়নে গতি আনাই আমাদের লক্ষ্য'। 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের সঙ্গে আরও তিনটি প্রকল্পের উদ্বোধন হবে'। 'হলদিয়া থেকে বরৌলি ৫০০ কিমি-র বেশি অপরিশোধিত তেলের লাইন তৈরি হয়েছে'। ' পশ্চিম মেদিনীপুরে এলপিজি বটলি প্ল্যান্ট হবে '। ' ভারত সরকার এবছর এই রাজ্যে রেলের বিকাশের জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে'।
'গত ১০ বছর ধরে বাংলায় বহু রেল প্রকল্পের কাজ এগোয়নি'। মন্তব্য প্রধানমন্ত্রীর।
'দেশের উন্নয়নে গতি আনাই লক্ষ্য।' আরামবাগে সরকারি প্রকল্পের উদ্বোধনে মন্তব্য প্রধানমন্ত্রী।
লোকসভা ভোটের আগে রাজ্য়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সকালে অণ্ডাল বিমানবন্দরে নেমে কপ্টারে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে সভা করছেন প্রধানমন্ত্রী । সভার পর ধানবাদ থেকে হেলিকপ্টারে আরামবাগে আসবেন মোদি। সেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সভায় বক্তব্য় রাখবেন তিনি। আজ রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা। রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী, আগামীকাল কৃষ্ণনগরে জনসভা করবেন মোদি ।
'জেএমএম ও কংগ্রেস আদিবাসীদের শুধু ভোট ব্যাঙ্ক হিসাবে গণ্য করেছে। ওরা কখনোই আদিবাসী সম্প্রদায়ের প্রতিভাবানদের এগিয়ে আসতে দেবে না।' ঝাড়খণ্ডের সভা থেকে নিশানা প্রধানমন্ত্রীর।
আরামবাগে ২টি অনুষ্ঠান রয়েছে। একটি সরকারি, অপরটি রাজনৈতিক অনুষ্ঠান। সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্য সরকারের তরফে এসেছেন বেচারাম মান্না। তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
ঝাড়খণ্ডে রেল, বিদ্যুৎ, কয়লা ও সার-সহ বিভিন্ন ক্ষেত্রে ৩৫ হাজার ৭০০ কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর।
পশ্চিমবঙ্গের পুঁজি ও পরিকাঠামো উন্নয়নে ১০ হাজার ৬৯২ কোটি টাকা দিল কেন্দ্র। রাজস্ব আদায়ের পর তার ভাগ হিসেবে কেন্দ্রের থেকে এই অর্থ পেল রাজ্য। এক্স হ্য়ান্ডলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পোস্ট রি পোস্ট করে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্য়বাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এক্স হ্য়ান্ডল পোস্টে জানানো হয়েছে, ২৮টি রাজ্যকে করের ভাগ হিসেবে মোট ১ লক্ষ ৪২ হাজার ১২২ কোটি টাকা দেওয়া হয়েছে। ২৫ হাজার কোটি টাকারও বেশি পেয়ে তালিকায় প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। ১৪ হাজার কোটি টাকার বেশি পেয়ে তালিকার দু'নম্বরে রয়েছে বিহার। ১১ হাজার কোটি টাকার বেশি পেয়ে তালিকার তিন নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ। তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে চতুর্থ স্থানে।
লোকসভা ভোটের আগে রাজ্য়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০টা ৩৫ মিনিটে অণ্ডাল বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে ঝাড়খণ্ডে যান তিনি। ধানবাদ থেকে হেলিকপ্টারে আরামবাগে আসবেন মোদি। সেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সভায় বক্তব্য় রাখবেন প্রধানমন্ত্রী।
রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী, আগামীকাল কৃষ্ণনগরে জনসভা করবেন মোদি ।
লোকসভা ভোটের আগে আজ রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সকাল ১০টা ১০ মিনিটে অণ্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী।সেখান থেকে হেলিকপ্টারে ঝাড়খণ্ডে যাবেন প্রধানমন্ত্রী । ধানবাদ থেকে হেলিকপ্টারে আরামবাগে পৌঁছবেন মোদি। সেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সভায় বক্তব্য় রাখবেন।
প্রেক্ষাপট
কলকাতা: লোকসভা ভোটের (Parliament Election) আগে রাজ্য সফরে এসে শাসকদলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। এর মধ্যে অন্যতম বিষয় ছিল সন্দেশখালি প্রসঙ্গ। এদিন একাধিকবার এই ইস্যুটি প্রধানমন্ত্রীর মুখে ফিরেছে। এদিকে যখন সন্দেশখালি-সহ দুর্নীতি ইস্যুতে মোদির নিশানায় যখন বারবার এসে পড়ে শাসকদল, ঠিক এই আবহেই মোদির সঙ্গে রাজভবনে সাক্ষাৎ সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিকে রাত পেরোলেই ২ মার্চ, আগামীকাল কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিন রাতে থাকবেন রাজভবনে। ২২ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে নরেন্দ্র মোদির।
২ মার্চ সকাল সাড়ে দশটায় সভাস্থলে পৌঁছনোর কথা মোদির।
সাড়ে দশটা থেকে ১১টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।
তারপরে সকাল সওয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত মোদির জনসভা রয়েছে কৃষ্ণনগরে।
২ মার্চ ১২টা ৫৫ মিনিটে পানাগড় বিমানবন্দর থেকে বিহারে যাওয়ার কথা রয়েছে মোদির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -