PM Modi West Bengal Visit LIVE: আগামীকাল কৃষ্ণনগরে সভা করার কথা প্রধানমন্ত্রীর

PM Modi West Bengal Visit LIVE Updates: এদিন রাতে থাকবেন রাজভবনে। ২২ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে নরেন্দ্র মোদির

ABP Ananda Last Updated: 01 Mar 2024 11:47 PM

প্রেক্ষাপট

কলকাতা:  লোকসভা ভোটের (Parliament Election) আগে রাজ্য সফরে এসে শাসকদলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। এর মধ্যে অন্যতম বিষয় ছিল সন্দেশখালি প্রসঙ্গ। এদিন একাধিকবার এই ইস্যুটি প্রধানমন্ত্রীর মুখে...More

PM Modi Live News: শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে মন্তব্য নরেন্দ্র মোদির

'তৃণমূল শুধু মুখেই মা-মাটি-মানুষের কথা বলে', সন্দেশখালিকাণ্ডে তৃণমূলকে আক্রমণ মোদির। 'সন্দেশখালির মা-বোনেরা মমতা দিদির কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু ২ মাস ধরে ফেরার ছিল অভিযুক্তরা, কেউ তো আড়াল করছিল। সন্দেশখালির মা-বোনেদের আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে পুলিশ', শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে মন্তব্য নরেন্দ্র মোদির।