অরিন্দম সেন, আলিপুরদুয়ার: অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। আগামীকাল আলিপুরদুয়ারে সভা করবেন। তার আগে প্রধানমন্ত্রীর কাটআউটে ছয়লাপ আলিপুরদুয়ার শহর। রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে নরেন্দ্র মোদির বড় কাটআউট। 

রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামীকাল সকালে সিকিম হয়ে আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে করবেন জোড়া সভা। একটি সভা প্রশাসনিক। আর একটি দলের শীর্ষনেতাদের নিয়ে রাজনৈতিক সভা। সভা শেষে রাতেই দিল্লি ফিরে যাবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী আসার আগে সাজ সাজ রব আলিপুরদুয়ারে। শহরের বিভিন্ন রাস্তায় লাগানো হয়েছে মোদির কাটআউট। পাশাপাশি, অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রীর ছবি-সহ ব্যানার, হোর্ডিংও লাগানো হয়েছে আলিপুরদুয়ার শহরে। আগামীকাল দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা। আশপাশের গোটা এলাকা এবং আলিপুরদুয়ার শহরের প্রধান রাস্তা বক্সা ফিডার রোড মুড়ে ফেলা হয়েছে বিজেপির পতাকায়। পাশাপাশি, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে।  ভুটান-অসম সীমান্তবর্তী জেলা আলিপুুরদুয়ার। কাছেই হাসিমারায় বায়ুসেনা ছাউনি। সেই সঙ্গেই বর্তমান পরিস্থিতিতে চর্চার কেন্দ্রে চিকেনস নেক, দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ও উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স। রাজনৈতিক বিশ্লষেকদের মতে, এই সব কারণেই বেছে নেওয়া হয়েছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডকে। গত বৃহস্পতিবার ময়দান পরিদর্শন করে এসপিজি। সভার প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দীপক বর্মন এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির অন্য নেতারা। ক্য়ালেন্ডার অনুযায়ী একবছর দেরি থাকলেও, বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গেছে। রাজনৈতিক দলগুলো গা ঘামাতে শুরু করে দিয়েছে। এই আবহে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর নিশ্চিতভাবেই রাজ্য় রাজনীতির উত্তাপ আরও বাড়াবে।

আর সভার ঠিক একদিন আগেই তৃণমূলকে আক্রমণের সুর বেঁধে দিলেন খোদ নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় লিখলেন, "আগামীকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গ বিজেপির জনসভাকে সম্বোধিত করব। গত এক দশকে NDA সরকারের বিভিন্ন প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছে পশ্চিমবঙ্গবাসী। একইসঙ্গে তারা তৃণমূলের দুর্নীতিগ্রস্থ ও নিম্নমানের শাসনে ক্লান্ত।'' পাল্টা নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় এই পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করে পোস্টে তারা লিখেছে, "পরিযায়ী পাখি যখন মরসুমি সফরে বাংলায় আসছে, তখন একটা সহজ প্রশ্ন উত্তর দিলেই হয়: কেন রাজ্য় সরকারের হকের বকেয়া ১.৭ লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না?''