কলকাতা : পুজোর মুখে বড় প্রাপ্তি রাজ্যের। এবার হাওড়া ময়দানের সঙ্গে জুড়ে গেল সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector 5 Metro Service)। মাত্র আধ ঘণ্টাতেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। ফলে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনে পৌঁছান যাত্রীদের খুবই সুবিধা হতে চলেছে। মেট্রো টিকিটের খরচ পড়বে ৩০ টাকা। আজ সন্ধে সাড়ে ৬টা থেকেই মানুষ সফর করতে পারবেন এই পথে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে ৮ মিনিট ব্যবধানে চলবে মেট্রো।
শহর জুড়ল ৩ মেট্রো লাইনে। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রোর যাত্রা শুরু। হাওড়া ময়দানের সঙ্গে জুড়ে গেল সেক্টর ফাইভ। সম্প্রসারিত নতুন মেট্রো রুটের উদ্বেধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পুজোর ঠিক আগে শহর জুড়ে গেল নতুন ৩ মেট্রো লাইনে। এক দিনে মেট্রোয় জুড়ল ১৪ কিলোমিটার রাস্তা। আজ মেট্রোর এই তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। মেট্রো পথে জুড়ল দমদম বিমানবন্দর। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে। মেট্রো পথে যুক্ত হল ধর্মতলা-শিয়ালদা। ফলে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাবে আধ ঘণ্টায়। শিয়ালদা থেকে ধর্মতলা, পৌঁছে যাওয়া যাবে মাত্র তিন মিনিটেই। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে ৮ মিনিট ব্যবধানে মেট্রো চলবে।
শুক্রবার, সন্ধে থেকেই চালু হয়ে যাচ্ছে পরিষেবা। সকাল ৬.৩০ থেকে রাত ১০টা ১৯ পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল করবে। অন্যদিকে, এতদিন নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছিল। সেটাই এবার চলবে বেলেঘাটা পর্যন্ত। সোমবার থেকে, নোয়াপাড়া-দমদম বিমানবন্দর এবং রুবি-বেলেঘাটা রুটে মেট্রো পরিষেবা চালু হবে। সকাল ৮ থেকে ১২ ঘণ্টা মিলবে পরিষেবা। শনি এবং রবিবার এই দুই রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে।
গত বছর ৬ মার্চ ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরেই গঙ্গার নীচে দিয়ে মেট্রো রুটের সূচনা হয়। এবার হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ। উপকৃত হবেন গঙ্গার পশ্চিমপাড়ের বহু মানুষ। হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে ধরা যাবে মেট্রো। ফলে উপকৃত হবেন হাওড়ার দিক থেকে আসা মানুষ। Howrah Maidan to Sector Five Metro Service