কলকাতা: ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। শুক্রবার দমদমে মেট্রোর নতুন ৩টি রুটের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর ঘনঘন রাজ্য সফর, বিধানসভা ভোটের আগে কর্মী, সমর্থকদের বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে বঙ্গ বিজেপি। প্রধানমন্ত্রীর এই সভা ঘিরে বিজেপির অন্দরে ফের ফাটল। এবারও সভায় ডাক পাননি বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। এদিন সকালেই বেঙ্গালুরু উড়ে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

আলিপুরদুয়ার, দুর্গাপুরের পরে এ বার দমদম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরে ফের অনুপস্থিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালেই, বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। কলকাতা বিমানবন্দরে এসে জানালেন সে কথা। এদিন দিলীপ ঘোষ বলেন, "আমি বেঙ্গালুরু চলে যাচ্ছি। রবিশঙ্কর প্রসাদের সঙ্গে দেখা করতে। একটা মিটিং পেন্ডিং ছিল। ওঁরা চিঠি দিয়ে দেখা করতে বলেছে। আজকেই মিটিংয়ে ডেট। উনি চিঠি দিয়ে কনফার্ম করেছেন। আমার আজ কলকাতায় কোনও কাজ নেই। দিলীপ ঘোষ কোনওদিন অভিমান করেনি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছি। লোকের অভিমান ভাঙ্গিয়েছি। আমার মতো হাজার হাজার কর্মী পার্টিতে আছেন। পার্টি তাঁদের নিয়ে ভাবে। যোগ্য মনে করলে তাঁদের কাজ দেয়। পার্টিতে আমার কোনও কাজ নেই। প্রধানমন্ত্রী আসছেন। ভাষণ দেবেন। সেতো আমি মোবাইলে শুনে নিতে পারি। উনি তো আসতেই থাকবেন। ভাষণ শোনা তো কোনও কাজ নয়। অন্য কাজ যখন পার্টি দেবে সেই কাজে লেগে যাব।'' 

পুজোর ঠিক আগে শহর জুড়ছে নতুন ৩ মেট্রো লাইনে। ১ দিনে মেট্রোয় জুড়ছে ১৪ কিলোমিটার রাস্তা। কাল মেট্রোর এই তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। কাল মেট্রো পথে জুড়ছে দমদম বিমানবন্দর। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে। হাওড়া বা শিয়ালদা পৌঁছতে যাত্রীদের দিতে হবে ৫০ টাকা ভাড়া। সর্বোচ্চ ভাড়া সেক্টর ফাইভ পর্যন্ত, ৭০ টাকা। এর পাশাপাশি এবার, মেট্রো পথে যুক্ত হবে ধর্মতলা-শিয়ালদা। এর ফলে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাবে। যাত্রীদের সময় বাঁচবে। আধ ঘণ্টায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পৌঁছে যাওয়া যাবে। শিয়ালদা থেকে ধর্মতলা, পৌঁছে যাওয়া যাবে মাত্র তিন মিনিটেই। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে ৮ মিনিট ব্যবধানে মেট্রো চলবে। শুক্রবার, সন্ধে থেকেই চালু হয়ে যাবে পরিষেবা। সকাল ৬.৩০ থেকে রাত ১০টা ১৯ পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল করবে। অন্যদিকে, এতদিন নিউগড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছিল। সেটাই এবার চলবে বেলেঘাটা পর্যন্ত। সোমবার থেকে, নোয়াপাড়া-দমদম বিমানবন্দর এবং রুবি-বেলেঘাটা রুটে মেট্রো পরিষেবা চালু হবে। সকাল ৮ থেকে ১২ ঘণ্টা মিলবে পরিষেবা। শনি এবং রবিবার এই দুই রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে।