News LIVE Updates: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উপত্যকা, খুলছে বাজার-দোকান-স্কুল-কলেজ

LIVE News Updates: দেশ থেকে রাজ্যের সব খবরের আপডেট দেখুন...

ABP Ananda Last Updated: 13 May 2025 10:10 PM

প্রেক্ষাপট

কলকাতা : দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের রহস্যমৃত্যু। নিউটাউনে শাপুরজি আবাসন থেকে উদ্ধার দেহ। দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে। প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়। আজ সকালে শাপুরজি আবাসন...More

India-Pakistan Conflict Live Updates: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উপত্যকা, খুলছে বাজার-দোকান-স্কুল-কলেজ

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উপত্যকা। খুলছে বাজার-দোকান-স্কুল-কলেজ। উপত্যকায় খুলল ৩২টি বিমানবন্দর। আজ জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ্, শ্রীনগর, রাজকোটের সব উড়ান বাতিল ইন্ডিগোর । আগামীকাল থেকে খুলছে কাশ্মীর বিশ্ববিদ্যালয় । পাকিস্তানকে প্রত্যাঘাতের পরেও অলআউট অ্যাকশনে ভারতীয় সেনাবাহিনী। উপত্যকার জঙ্গলগুলিতে অভিযান ভারতীয় সেনা বাহিনীর। 
চপার-ড্রোন উড়িয়েও চলছে নজরদারি।