শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে SIR আবহে ঘুরে ফিরে আসছে CAA, নাগরিকত্ব প্রসঙ্গও। এরই মধ্যে শনিবার মতুয়া অধ্যুষিত রানাঘাটের তাহেরপুরে প্রধানমন্ত্রীর জনসভা। নাগরিকত্ব নিয়ে মতুয়াদের কি কোনও আশ্বাস দেবেন তিনি? তুঙ্গে উঠেছে সেই জল্পনা।  

Continues below advertisement

SIR আবহে মতুয়াদের একাংশের উদ্বেগ, উৎকণ্ঠা, ক্ষোভ যখন সামনে আসতে শুরু করেছে, সেই আবহেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভা করতে আসছেন রানাঘাটের তাহেরপুরে। যে এলাকা মতুয়া অধ্য়ুষিত বলেই পরিচিত। রাজ্যে আসার আগে সোশাল মিডিয়ায় পোস্ট করে নরেন্দ্র মোদি লেখেন, "আমি আগামীকাল, ২০ ডিসেম্বর, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সকাল ১১:১৫ নাগাদ, নদিয়া জেলার রানাঘাটে একটি জনসভায় অংশ নেব, যেখানে প্রায় ₹৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করব।"

 

Continues below advertisement

২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় SIR-এ মতুয়া সম্প্রদায়ভুক্ত বহু মানুষেরই নাম ম্য়াপিংয়ে মেলেনি। অন্য়দিকে, নাগরিকত্বের বিষয়টি ফয়সালা না হওয়ায় শুনানিতে তাঁরা কী নিয়ে যাবেন, সেই প্রশ্নেরও উত্তর নেই। ফলে শেষ অবধি চূড়ান্ত ভোটার তালিকায় মতুয়াদের কতজনের নাম থাকবে, সেই সংশয় থেকেই যাচ্ছে। আর এখানেই ক্ষুব্ধ অনেকে। শনিবার মতুয়া অধ্য়ুষিত রানাঘাটের সভা থেকে সেই ক্ষোভে কি প্রলেপ লাগাতে পারবেন নরেন্দ্র মোদি ? জোরাল হচ্ছে সেই প্রশ্ন। 

এ প্রসঙ্গে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, "৩টি দেশ থেকে যারা অমুসলিম এসেছে কারও ভোটাধিকার বাদে যাবে না, এটা আমার বিশ্বাস। আর সেটা নিশ্চিত করবেন বলেই মোদিজি আসছেন। মোদিজির নামে সারা ভারতবর্ষে একটা প্রবাদ চালু হয়েছে, 'মোদি হ্যায় তো মুমকিন হ্যায়' অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান মোদি করবেন। তাই আমরা আশায় বুক বেঁধে আছি।"

তৃণমূলের তরফে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,"আজ মতুয়া সম্প্রদায় বুঝতে পারছে তাদের অথৈ জলে ফেলে দিয়েছে বিজেপি। একদিকে SIR নিয়ে তারা বিপদে, অন্যদিকে এখন যদি CAA-র ফর্ম ফিলআপ করে সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে যাবে তারা নিজেরাই ঘোষণা করছেন, ভারতের নাগরিক নন। ফলে যতক্ষণ না নাগরিক হচ্ছেন তাঁদের তাহলে স্ট্যাটাস কী ? এখন প্রধানমন্ত্রীকেই ড্যামেজ কন্ট্রোল করতে আসতে হচ্ছে। প্রধানমন্ত্রী কাল অনেক প্রতিশ্রুতি দেবেন মতুয়াদের, আরও বিভ্রান্ত করার চেষ্টা করবেন।" 

মতুয়া ভোটের হাওয়া পালে কাড়তে নরেন্দ্র মোদি ছুটে গেছিলেন ঠাকুনগরে মতুয়া ঠাকুরবাড়িতে। ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সময় মতুয়াদের পূণ্য়ভূমি বাংলাদেশের ওড়াকান্দিতে পৌঁছে গেছিলেন তিনি। অন্য়দিকে, মতুয়া ভোট নিজেদের দিকে টানতে তৎপর তৃণমূলও। SIR আবহে ২৫ নভেম্বর, ঠাকুরনগরে মিছিলও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিসংখ্যান বলছে, রাজ্যে প্রায় ২ কোটি ৮৭ লক্ষ মানুষ নমঃশূদ্র সম্প্রদায়ের। যার সিংহভাগই মতুয়া। পশ্চিমবঙ্গের অন্তত ৮০টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্য়াক্টর। অন্য়দিকে, মতুয়াদের জন্য় পথে নেমেছে সিপিএম-কংগ্রেসও। 

শেষ অবধি মতুয়া ভোট কেন দিকে যাবে? সেটাই দেখার।