দীপক ঘোষ, আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের একাধিক মন্দিরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলে জল্পনা, মন্দির রাজনীতির মাধ্যমেই কি দক্ষিণ ভারতে বিজেপির অবস্থান দৃঢ় করতে চাইছেন নরেন্দ্র মোদি? এই প্রসঙ্গ নিয়ে চলছে রাজনৈতিক তরজা। 


উত্তর ভারতজুড়ে শুধুই বিজেপি। রামের আবেগে উত্তরে তর তর করে উঠছে পদ্ম-পতাকা। কংগ্রেস অধুনা যখন মূলত দক্ষিণ ভারতের দল হিসাবে পরিচিত, তখন নরেন্দ্র মোদি চেষ্টা করছে এবার দক্ষিণেও নিজের দলের জন্য় জায়গা করতে। কারণ, কর্ণাটক বাদে সেখানে এখনও বিজেপির কার্যত অস্তিত্ব নেই। তাই সেই মন্দির রাজনীতির মধ্য়ে দিয়েই মোদি চাইছেন দক্ষিণে জমি পোক্ত করতে। মত রাজনৈতিক বিশ্লেষকদের। তাই কি রাম মন্দির উদ্বোধনের আগে ১১ দিনের বিশেষ ব্রত পালনের সঙ্গে সঙ্গে, দক্ষিণ ভারতের মন্দিরে পুজো-অর্চনায় ব্যস্ত রইলেন খোদ নরেন্দ্র মোদি? জল্পনার ঝড় উঠেছে! 


সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের ব্যাখ্যা , 'দক্ষিণ ভারতে বিজেপি এত স্ট্রং নয়, তাই ছড়াতে চাইছে হিন্দুত্বকে'। মহারাষ্ট্রের পঞ্চবটী থেকে তামিলনাড়ুর ধনুষ্কোটি পর্যন্ত একের পর এক কর্মসূচি পালন করেছেন প্রধানমন্ত্রী। গত ১৬ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের লেপাক্ষীতে বীরভদ্র মন্দির পরিদর্শন করেন তিনি। পরদিন, অর্থাৎ ১৭ জানুয়ারি কেরলের ত্রিশূর জেলার শ্রীরামস্বামী মন্দিরে যান।  কিছুদিন আগে তামিলনাড়ুর ডিএমকে নেতাদের সনাতন ধর্ম নিয়ে করা মন্তব্য ঘিরে বিজেপির সঙ্গে বিরোধী শিবিরের তর্কযুদ্ধ শুরু হয়। গত শনিবার দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সেই তামিলনাড়ুর তিরুচিরাপল্লির শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেদিনই তামিলনাড়ুর রামেশ্বরমের রামনাথস্বামী মন্দিরে প্রার্থনা সারেন নরেন্দ্র মোদি। ডুব দেন সমুদ্রে। রামমন্দির উদ্বোধনের আগের দিন, রবিবার তামিলনাড়ুর রামেশ্বরমের রামনাথপুরম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পুজো দেন কেথান্ডারামস্বামী মন্দিরে।


পরিসংখ্যান বলছে, দক্ষিণ ভারতের রাজ্যগুলির ১৩০টি লোকসভা কেন্দ্রের মধ্যে এখনই বিজেপির দখলে মাত্র ২৯টি লোকসভা। এর মধ্যে ২৫টি লোকসভা কেন্দ্র কর্নাটকে। বাকি ৪টি তেলঙ্গানায়। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরলে এখনও বিজেপি শূন্য। তাই কি দাক্ষিণাত্য বিজয়ে মোদির এই 'টেম্পল রান'?  রাম মন্দির উদ্বোধনের আগে মোদির এই দাক্ষিণাত্যে মন্দির সফর কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার। আবেগ উসকে, নির্বাচনে কতটা ফসল ঘরে তুলতে পারে বিজেপি, সেটা এখন দেখার বিষয়।           


আরও পড়ুন: Dilip Ghosh: 'নেতাজির নামে রাজনীতি, জন্মজয়ন্তীতে মূর্তি পরিষ্কার করেনি..', মন্তব্য দিলীপের