শিবাশিস মৌলিক, সুদীপ চক্রবর্তী: ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থেকেছে গোটা দেশ। রাজকীয় আয়োজনে রামমন্দির (Ram Mandir) উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এবার রামমন্দিরের রেশ কাটতে না কাটতেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এল দিঘার জগন্নাথ মন্দির। কোটি কোটি টাকা ব্যয় করে দিঘায় প্রায় ২০ একর জমিতে পুরীর আদলে তৈরি করা হচ্ছে জগন্নাথ মন্দির। ঝড়ের গতিতে এগোচ্ছে সেই কাজ। আর এবার এই নিয়েই এবার রাজ্য রাজনীতিতে চড়ছে উত্তাপ।


রাজনীতির চালিকাশক্তি ধর্ম?


'রামমন্দির' ইমোশন যে লোকসভা ভোটে প্রভাব ফেলবে তা আগেই উল্লেখ করেছেন একাংশ। এবার দিঘার জগন্নাথ মন্দিরকেও কি ভোটে লোক টানতেই ব্যবহার করা হবে? উঠছে প্রশ্ন।  ২০২৪-এর লোকসভা ভোটের আগে কি রাজনীতির চালিকাশক্তি হয়ে উঠেছে ধর্ম? অযোধ্যায় (Ayodhya) রামমন্দিরের উদ্বোধনের পর, এবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের তোরজোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম। লোকসভা ভোটের আগেই সেই মন্দিরের উদ্বোধন হওয়ার কথা। কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই। 


মন্দিরের চূড়ার কাজ প্রায় শেষের পথে 


২০ একর জায়গার ওপর তৈরি করা হচ্ছে মন্দিরটি। দিনরাত চলছে পাথরের ওপর নকশা কাজ। বিহার, ওড়িশা, রাজস্থান থেকে এসে কাজ করছেন শ্রমিকরা।  গেটের ভিতরে ঢুকতে না পারলেও,বাইরে থেকেই নির্মীয়মাণ মন্দির দেখতে আসছেন অনেক উৎসুক পর্যটকই। ২০১৮ সালের ডিসেম্বরহুবহু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় মন্দির তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।  ২০২২ সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন নির্মাণ শুরু হয় দিঘার জগন্নাথ মন্দিরের। 


গত বছর এপ্রিল মাসে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, দিঘায় (Digha) গড়ে উঠছে জগন্নাথ ধাম। সূত্রের খবর, এর জন্য বরাদ্দ  করা হয়েছে ২০০ কোটি টাকা।  তবে কি মন্দির উদ্বোধনের হিড়িকেই ২০২৪-এর লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে বিজেপি ও তৃণমূল? 


মন্দির উদ্বোধনের ভোটমুখী হিড়িক? ভোটব্য়াঙ্কের জন্য় মন্দির-রাজনীতি? একে অপরকে দুষছে তৃণমূল-বিজেপি। রামমন্দির ও জগন্নাথ মন্দিরকে ঘিরে যখন রাজনীতির প্রসঙ্গ উঠে আসছে, তখন সোমবার রামমন্দিরের উদ্বোধনের দিন গেরুয়া পতাকা নিয়ে মিছিলে হাঁটতে দেখা গেল। সব মিলিয়ে মন্দির রাজনীতিতে কার্যত পিছিয়ে নেই কেউই।


আরও পড়ুন: North 24 Parganas:ইডি-র ওপর 'হামলার' প্রায় তিন সপ্তাহ পার, কোথায় শেখ শাহজাহান?