Howrah Station: কড়া নিরাপত্তায় মুড়ল হাওড়া স্টেশন, বন্ধ কোন কোন প্ল্যাটফর্ম?

PM Narendra Modi: এসপিজির তরফে হাওড়া স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Continues below advertisement

সুনীত হালদার, হাওড়া: শনিবার হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানের জন্য এসপিজির (SPG)-এর তরফে হাওড়া স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, গতকাল রাত ১২টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ৩টি প্ল্যাটফর্ম। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১, ২২ ও ২৩ নম্বর-এই তিনটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সারাদিন ও আগামীকাল দুপুর ২টো পর্যন্ত ওই তিনটি প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ থাকবে। ওই তিনটি প্ল্যাটফর্ম থেকে যে সমস্ত ট্রেন ছাড়ার কথা ছিল, সুবিধা অনুযায়ী সেই ট্রেনগুলি অন্য প্ল্যাটফর্ম থেকে ছাড়ার ব্যবস্থা করা হবে। একইসঙ্গে আগামীকাল দুপুর পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া স্টেশনের নিউ ক্যাব রোড। অন্যদিকে, প্রধানমন্ত্রীর আসার আগের দিনই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। আশেপাশের এলাকায় চলছে নাকা তল্লাশি। 

Continues below advertisement

রাজ্যে কী কী অনুষ্ঠান:
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্য়েই দেশের নানা জায়গায় শুরু হয়ে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এর মধ্যে বাংলাতেই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস শুরু হতে চলেছে। সেটা উদ্বোধন করতেই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানের পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি হয়েছে নরেন্দ্র মোদির। তারপরে গঙ্গা পরিষদের বৈঠকেও যোগ দেওয়ার কথা তাঁর। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সকাল ১০ টা ১৫ নাগাদ মোদি পৌঁছবেন রেস কোর্সে। আরসিটিসি হেলিপ্যাড থেকে গাড়িতে করে হাওড়া স্টেশন পৌঁছবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০ টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সকাল ১১ টা নাগাদ হাওড়া স্টেশন থেকে গার্ডেনরিচে ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলীয় কার্যালয়ের দিকে রওনা দেবে প্রধানমন্ত্রীর কনভয়। ১১-১০-এ আইএনএস সুভাষে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানোর কথা নরেন্দ্র মোদির। সেখানেই ‘নমামি গঙ্গে’ এবং ‘ডিডব্লুএস’-এর একটি প্রদর্শনীতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী।

সোমবার সকালে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকেই পরীক্ষামূলক যাত্রা শুরু করেছিল বন্দে ভারত এক্সপ্রেস ( Vande Bharat Express  )। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে ১৬ বগির এই ট্রেন। 

আরও পড়ুন: করোনা উৎকণ্ঠা, রাজ্যজুড়ে তৈরি রাখা হচ্ছে ৩ হাজারের বেশি বেড, পরিকাঠামো নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

Continues below advertisement
Sponsored Links by Taboola