সুনীত হালদার, হাওড়া: প্রয়াত হলেন বিখ্যাত শিশু সাহিত্যিক ও ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গতকাল গভীর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 


পরিবার সূত্রে খবর, গত পাঁচ বছর ধরেই নানা ধরনের বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। ডিমেনশিয়ার সমস্যাও ছিল তাঁর। দিন কয়েক আগে তাঁর নিউমোনিয়া ধরা পড়ে।  শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল। পারিবারিক চিকিৎসকের নির্দেশ অনুযায়ী গত সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ-তে ভর্তি ছিলেন কবি। গতকাল গভীর রাতে সেখানেই প্রয়াত হন। 


অনুপ্রেরণা ছিলেন সুকুমার রায় 


পরিবারের সদস্যরা জানিয়েছেন, অনেক অল্প বয়স থেকেই ছড়া এবং কবিতা লিখতেন তিনি । তাঁর ছড়া লেখার অনুপ্রেরণা ছিলেন সুকুমার রায়। সাহিত্যের প্রতি অসীম ভালোবাসাও ছিল। সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন শানপুর কালিতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন। শিশুদের জন্য ছড়া লিখতে বরাবর ভালবাসতেন। বিভিন্ন অনুষ্ঠানে সেই ছড়া আবৃত্তি করতে শোনা যেত শিশুদের। 


শোকস্তব্ধ সাহিত্যিক প্রচেত গুপ্ত


ছড়াকারের প্রয়াণের সংবাদ শুনে সাহিত্যিক প্রচেত গুপ্তের প্রতিক্রিয়া, 'আমাদের বাল্য ও কৈশোর তাঁকে নিয়েই। আমাদের ছোটবেলায় জনপ্রিয় ছড়াকারদের মধ্যে অন্য়তম। ছড়া বিষয়টা এখন খুব কমে গিয়েছে। নানারকমের  ছড়ার মধ্যে কিছু ছড়া গভীর জীবনবোধ থেকেও তৈরি হয়। এই বিশেষ ছড়া লেখার গুণ ছিল তাঁর। তিনি এক আলাদা কল্পলোকে নিয়ে যেতেন। তাঁর প্রয়াণ খুবই দুঃখের সংবাদ কিন্তু তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে তিনি আমাদের মধ্যে থেকে যাবেন।' 


একাধিক জনপ্রিয় বইয়ের রচয়িতা


তাঁর লেখা শিশুদের জনপ্রিয় সাহিত্য পত্রিকা সন্দেশে নিয়মিত প্রকাশিত হত। আনন্দবাজার পত্রিকাসহ বিভিন্ন দৈনিক সংবাদপত্রেও তাঁর লেখা প্রকাশিত হয়েছে। তাঁর বিখ্যাত বই ‘ছন্দে গড়া আবৃত্তি ছড়া’, ‘মিঠে কড়া আবৃত্তি ছড়া’, ‘রক্তে ভাসা বাংলা ভাষা’, ‘মিঠে কড়া মজার ছড়া’, ‘মিঠে কড়া পশুর ছড়া’, ‘ছন্দে গড়া মহান যারা’। 'বাংলাটা ঠিক আসে না' তার অন্যতম জনপ্রিয় কবিতা। আজও বাংলা ভাষাকে বাঁচানোর তাগিদে যারা লড়েন, তাদের মুখে স্লোগানের মতোই শোনা যায় এই কবিতা।


সম্মানিত হয়েছে নানা সময়


সাহিত্যে তাঁর অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায় পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, শিশু সাহিত্য সংসদ পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার, সুকান্ত পুরস্কার, অমৃতকমল পুরস্কার সহ একাধিক পুরস্কার পেয়েছেন ছড়াকার। আজ সকালে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই  অনুরাগীরা বাড়িতে ভিড় করেন। তাঁরা জানিয়েছেন, ভবানীপ্রসাদ মজুমদারের মৃত্যুতে বাংলা সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।