প্রদ্যোৎ সরকার, নদিয়া: ভুয়ো ভ্যাকসিনদাতা, ভুয়ো আইপিএস, ভুয়ো চিকিৎসক, ভুয়ো ট্রেন চালকের পর এবার ভুয়োদের তালিকায় নববর্ষে নয়া সংযোজন। যে সে পদমর্যাদা নয়, একেবারে আগের সব ঘটনাকে পিছিনে ফেলে ভুয়োদের তালিকায় শীর্ষে তিনি। আজ্ঞে হ্যাঁ, এবার পুলিশের (Police) জালে ভুয়ো সিবিআই অফিসার (CBI) !


 উল্লেখ্য, রাজ্যে ঘটে চলা কয়লাপাচার থেকে শুরু করে নিয়োগদুর্নীতি-সহ একাধিক মামলায় হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই সক্রিয় তদন্তে নেমেছে এই তদন্তকারী সংস্থা। তদন্তে ইতিমধ্যেই একের পর এক শাসকদলের প্রভাবশালীনেতাদের নাম প্রকাশ্যে এসেছে। শ্রীঘরে ঠাঁই হয়েছে অনেকেরই। অনেকেই ফোকাসে। বলাইবাহুল্য এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি কেমন অনুভূতি রয়েছে রাজ্যের শাসকদলের। আর এমনই এক আবহে এবার তেহট্টের নাজিরপুর থেকে ভুয়ো সিবিআই অফিসারকে গ্রেফতার করল তেহট্ট থানার পুলিশ। 


জানা গিয়েছে, ধৃতের নাম সামিম রেজা সর্দার। তার বাড়ি তেহট্ট থানার রাজাপুরে। গতকাল সকালে ওই ব্যক্তি তেহট্টের নাজিরপুরে পুলিশ লেখা বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। সাধারণ মানুষকে কার্ড দেখিয়ে বলেছিলেন, আমি সিবিআই স্পেশ্যাল অফিসার। সাধারণ মানুষ তার সঙ্গে কথা বলে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। নাজিরপুর ফাঁড়ির পুলিশ আটক করে  তেহট্ট থানায় নিয়ে যায়। সেখানে পরিচয়পত্র দেখতে চায় পুলিশ। অভিযুক্ত সিবিআই স্পেশ্যাল অফিসার লেখা দুটো ভুঁয়ো পরিচয় পত্র দেখায়। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে তেহট্ট মহকুমা আদালতে পাঠায়। আদালত ধৃতকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।


প্রসঙ্গত, করোনা আবহে একটা সময়ে কসবাকাণ্ডের পর প্রকাশ্যে এসেছিল দেবাঞ্জনের নাম। ভুয়ো ভ্যাকসিন নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এদিকে সেই ভুয়ো ভ্যাকসিনদাতার সঙ্গে প্রকাশ্যে এসেছিল রাজ্যের শাসকদলের একাধিক শীর্ষস্থানীয়দের ছবি। যা নিয়ে রীতিমত বিতর্ক তৈরি হয়েছিল। একুশ সাল, বাইশ সাল, শহরের মোড়ে মোড়ে একের পর এক ভুয়ো পুলিশ, ভুয়ো আইপিএস, ভুয়ো কেন্দ্রীয় সরকারের অধীনস্ত গাড়ি পুলিশ পাকড়াও করেছিল। এমনকি সেই তালিকায় ভুয়ো ট্রেন চালকও এসে পড়েছিলেন। স্বাভাবিকভাবেই আগের থেকে এখন অনেক কড়া প্রশাসন। আর পঞ্চায়েত ভোটের আগে এহেন ভুয়ো সিবিআই অফিসার গ্রেফতারে স্বস্তির নিঃশ্বাস দেওয়ালে দেওয়ালে।


আরও পড়ুন, আজ পেট্রোল-ডিজেলের কী দর কলকাতায় ? হেরফের কোন কোন শহরে ?


অপরদিকে, সম্প্রতি শহরে ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস করেছিল পুলিশ (Police)। বিধাননগর সাইবার ক্রাইম থানায় গোপন সূত্রে খবর আসে যে, সল্টলেক সেক্টর ফাইভ এর বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কের ১৩ তলায় বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে একটি ভুয়ো কল সেন্টার চলছে। এরপরে হানা দিয়েছিল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় সাত জনকে।