বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ, হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক গ্রেফতার। হলদিয়ার সুতাহাটা থানা এলাকার অটো-ট্রেকার স্ট্যান্ড দুর্নীতি মামলায় ধৃত শ্যামল।
এই হলদিয়া পুরসভায় শ্যামলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন তিনি। পরবর্তীতে হলদিয়ার বিভিন্ন এলাকায় টেন্ডার দুর্নীতির মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, হলদিয়ার পুরসভার আরও একটি দুর্নীতি মামলায় টেন্ডারে ভবানীপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হয় শ্যামলকে। কিন্তু সেই মামলায় তাঁকে রক্ষাকবচ দেয় হাইকোর্ট।
তবে এ বার সম্পূর্ণ অন্য মামলায় শ্যামলকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি সুতাহাটা বাজারে অটো-ট্রেটার স্ট্যন্ডের দুর্নীতির মামলা সামনে আসে। তাতেই গ্রেফতার হলেন শ্যামল।
এই অটো-ট্রেকার দুর্নীতি মামলায় এর আগে কাউন্সিলর সত্যব্রত দাস গ্রেফতার হন। জেলে রয়েছেন তিনি। এ বার সেই মামলাতেই গ্রেফতার করা হল শ্য়ামলকে। আজই হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে।
এর আগে, শ্যামলের নামে হুলিয়াও জারি হয়। পুরসভার দায়িত্বে থাকাকালীন এক নির্মাণ সংস্থার মালিক তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন। দাবি করেন, তাঁর সংস্থার সই জাল করে নিজের সংস্থার নামে ৮৬ লক্ষ টাকার বেশি ক্রেডেনশিয়াল তৈরি করেন। তদন্ত শুরু হতে উঠে আসে দুর্নীতির প্রসঙ্গ।
সেই সময় হলদিয়া পুরসভার টেন্ডার সংক্রান্ত দেড় হাজার ফাইল বাজেয়াপ্ত করে পুলিশ। কোটি কোটি টাকার অনিয়মের কথা জানা যায়। এর পর অক্টোবর মাসে শ্যামলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ। কিন্তু তিনি গা ঢাকা দিলে তাঁকে পলাতক ঘোষণা করা হয়। এ বার গ্রেফতার করা হল তাঁকে।