তুহিন অধিকারী, বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে বিষ্ণুপুরে (Bishnupur Route March) রুট মার্চ করল পুলিশ (Police)। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকরা। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে।



কী ঘটেছিল?
গত শনিবার বিষ্ণুপুর ব্লকে ডিসিআর তুলতে গেলে বিজেপি মণ্ডল সভাপতিকে মারধর করা হয় বলে অভিযোগ। আঙুল উঠেছিল তৃণমূলের দিকে। তারপরেই কড়া হয় পুলিশের ভূমিকা। নিরাপত্তা বলয় আরও বাড়ানো হয়েছে এলাকায়। বিষ্ণুপুরের বেলিয়াড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে রুট মার্চ করা হয়। পুলিশ প্রশাসনের আধিকারিকরা কথা বলেন এলাকার মানুষের সঙ্গে। এলাকার বাসিন্দাদের বলা হয়, কোনও অশান্তি থাকলে পুলিশ প্রশাসনকে জানাতে হবে। প্রত্যেকে যাতে ভোট দিতে যান, ভোট দিতে যাওয়ার পথে কেউ বাধা দিলে সেই বিষয়টা যাতে পুলিশকে জানান, সেই মর্মে বার্তা দেওয়া হয় স্থানীয়দের। বিষ্ণুপুর ব্লকে যখন পুলিশের রুট মার্চ চলছে, তখনই রাজ্যের নানা প্রান্ত তোলপাড়। 

গণ্ডগোল নানা প্রান্তে...
মনোনয়ন-পর্বের তৃতীয় দিনে কাকদ্বীপে উত্তেজনা। কংগ্রেস প্রার্থী শিবানী দাসকে বিডিও অফিস চত্বরেই বাধা, নথি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশকে জানালেও কাজ হয়নি বলে অভিযোগ। জয়েন্ট বিডিও-র কাছে অভিযোগ জানান কংগ্রেস প্রার্থী। পাশাপাশি, বিজেপি প্রার্থীদেরও মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে বেআইনি জমায়েত হঠিয়ে দেয়। কাকদ্বীপে তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে লাঠি হাতে একজোট হয়ে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান বাম-কংগ্রেস প্রার্থীরা। কিন্তু অভিযোগ, রাস্তাতেই পুলিশ তাঁদের আটকে দেয়। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, পঞ্চায়েত ভোটের আগে দিকে দিকে বিরোধী শিবিরের প্রার্থী-নেতা-বিধায়ক-সাংসদদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বলে খবর। এদিনই যেমন হুগলির পাণ্ডুয়ায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। মনোনয়ন ঠিক মতো হচ্ছে কিনা, দেখতে এদিন বিডিও অফিসে যাচ্ছিলেন লকেট। পুলিশ তাঁকে আটকে গাড়ি থেকে নেমে হেঁটে যেতে বলে। বিডিও অফিসের সামনেই পুলিশের সামনে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন হুগলির সাংসদ। জোর করে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি সাংসদের। তৃণমূলের মদতে আটকাচ্ছে পুলিশ, অভিযোগ এমনই। তৃণমূলের পাল্টা দাবি, অশান্তি ছড়াতে এসেছিলেন লকেট। ১৪৪ ধারা ভাঙায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের।    


আরও পড়ুন:সুস্থ শরীরে আয়ু বৃদ্ধি করতে চান? পাতে রাখুন এই খাবার