হাওড়া: কোথায় গিয়ে থামবে টাকার অঙ্ক। হাওড়ায় (Howrah News) যকের ধন উদ্ধারে এই প্রশ্নই উঠছে। কারণ ব্য়বসায়ী ভাইদের বাড়ি, গ্যারাজ, অ্য়াকাউন্ট ঘেঁটে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তা ২০০ কোটির কোটা পার করে গিয়েছে (Money Recovered)। এর আগে ১৩৪ কোটি টাকার হদিশ পেয়েছিল পুলিশ। বুধবার আরও ৭৩ কোটির হদিশ মিলেছে। তাতে টাকার অঙ্ক পৌঁছেছে ২০৭ কোটি টাকায়। 


হাওড়ায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২০০ কোটি ছাড়াল


পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার শিবপুরের (Shibpur News) ব্যবসায়ী ভাই, পান্ডে ব্রাদার্সের (Pandey Brothers) বাড়ি, গ্যারাজ, বিভিন্ন অ্যাকাউন্ট তন্নতন্ন করে খুঁজে ২০৭ কোটি টাকার হদিশ মিলেছে। আগে পাওয়া গিয়েছিল ১৩৪ কোটি টাকা। আরও ৭৩ কোটি টাকার হদিশ মিলেছে। এই ঘটনায় নজর গিয়ে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরও (ED)। কোটি কোটি টাকার প্রতারণার আন্তর্জাতিক যোগের অভিযোগে তদন্তে ইডি। বিদেশি মুদ্রার লেনদেন, ফেমা আইনেও মামলার ভাবনা চলছে বলে সূত্রের খবর। 


আরও পড়ুন: Mamata Banerjee: ‘মমতা টাটাকে তাড়াননি, কথার খেলাপ করে বাম সরকার’, বিতর্কের মধ্যেই মুখ খুললেন সিঙ্গুরের মানুষ


তদন্তে আরও একটি বিষয় উঠে এসেছে, তা হল, স্ট্র্যান্ড রোডের ঠিকানা দেখিয়ে এর আগে কানাড়া ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। তার জেরে আয়তর দফতরের আধিকারিকরাও স্ট্র্যান্ড রোডের ওই ঠিকানায় হানা দেন মাস খানেক আগে। সে বার ওই ঠিকানা থেকে নগদে ৬ কোটি টাকা উদ্ধার হয়েছিল। 


এই কোটি কোটি টাকার উৎস কী, তা নিয়ে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত তদন্তকারীরা যে তথ্য হাতে পেয়েছেন, সেই অনুযায়ী, অনলাইন মাধ্য়মে চিটফান্ড কারবার চলছিল। সেই সংক্রান্ত একটি অ্যাপের হদিশও মিলেছে। আমেরিকা বলে দেখানো হলেও আদতে সেটি নাইজিরিয়া থেকে চালানো হত বলে জানা গিয়েছে। 


ইডি-র নজরেও এ বার পান্ডে ব্রাদার্স


ওই অ্যাপটি কে ডেভলপ করল, কোথা থেকে পরিচালনা হত, সেটি ডাউনলোডের বিধিনিয়ম কী, সেই সংক্রান্ত বিশদ তথ্য হাতে পেতে গুগল-কে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় নেপাল সংযোগও উঠে আসছে। জানা যাচ্ছে, অ্যাপটির প্রচারে বহু মানুষকে ফোন করা হয়। সেই ফোনগুলি মূলত নেপাল থেকেই এসেছিল। তাই এই টাকা উদ্ধারের ঘটনায় আন্তর্জাতিক চক্রের সংযোগ রয়েছে বলেও মনে করছে পুলিশ।