শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:  লোকসভা ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই বারবারই একই দৃশ্য ফিরছে কোচবিহারে। বিজেপি পরিচালিত আরও এক গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলাল তৃণমূল।  মাথাভাঙা ২ নম্বর ব্লকের লতাপোতা গ্রাম পঞ্চায়েতের অফিসে প্রধানের ঘরে তালা ঝোলাল তৃণমূল।  তাঁদের দাবি, দুর্নীতি ও স্বজন পোষণে যুক্ত বিজেপি প্রধান। তাই প্রধানের পদত্যাগের দাবিতে তালা। 


গতকাল আরও একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত অফিসে তালা, তাই প্রতিবাদে ধর্নায় বসে পড়েছিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান। ঘটনা গতকাল ধর্নাস্থলে তৃণমূল কর্মীরা হাজির হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২ দিন পঞ্চায়েত অফিসে তালা খুলে দেওয়ার আশ্বাস পেয়ে ধর্না তুলে নিয়েছিলেন বিজেপি প্রধান। তাঁর অভিযোগ, পরিষেবা না পাওয়ার অজুহাতে মঙ্গলবার পঞ্চায়েত অফিসে চড়াও হয়ে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীদের একাংশ। তৃণমূলের দাবি,ঘটনায় রাজনৈতিক যোগ নেই। দুর্নীতির অভিযোগে গ্রামবাসীরাই পঞ্চায়েতে তালা লাগিয়ে দেন। 


কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক হেরে যাওয়ার পর থেকেই, বিজেপি পরিচালিত একাধিক গ্রাম পঞ্চায়েত একে একে দখল করেছে তৃণমূল। এরই মধ্যে বৃহস্পতিবার মাথাভাঙা ২ নম্বর ব্লকে বিজেপি পরিচালিত রুইডাঙা গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অন্য ছবি। পঞ্চায়েত অফিসে তালা ঝোলানোর প্রতিবাদে,ধর্নায় বসেছিলেন খোদ প্রধান। তাঁর অভিযোগ, মঙ্গলবার দুপুরে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিবাদে এদিন সকালে পঞ্চায়েত অফিসের গেটে ধর্নায় বসেন তিনি। মাথাভাঙা রুইডাঙা গ্রাম পঞ্চায়েত বিজেপি নেতা ও প্রধান  অশ্বিনী দেব সিংহ গতকাল  বলেছিলেন,'অফিস স্টাফ-সহ যতক্ষণ আমাকে অফিসে ঢুকতে দেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি অনশনে থাকব।' 


আরও পড়ুন, কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন, বাইরে বেরনোর সিঁড়িতে আবর্জনা ভর্তি, 'নামতে অসুবিধা..'


বিজেপির অভিযোগ, তৃণমূলই পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছিল। কোচবিহার বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন,তৃণমূল প্রথমে তালা লাগাল, পরে চাপে পড়ে আশ্বাস দিচ্ছে, এই নাটক বন্ধ করুক। ভবিষ্য়তে যেন আর কোথাও এরকম তালা না লাগায়, যদি তালা লাগায় তাহলে কিন্তু অঞ্চল অফিসের সামনে এরকমই ধর্নায় বসা হবে। তবে এদিন যখন বিজেপির পঞ্চায়েত প্রধান ধর্নায় বসেছিলেন, তখন দেখা দিল অন্য চমক। সেখানে হাজির হন তৃণমূল পঞ্চায়েত সদস্য ও শাসকদলের অন্যান্য নেতা-কর্মীরা। এক ঘণ্টা পর তাঁদের আশ্বাসেই ধর্না তুলে নেন বিজেপি প্রধান। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।