কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাসের (Post Poll Violence) তদন্তে নরেন্দ্রপুরে (Narendrapur) গেল হাইকোর্ট (Calcutta High Court) নিযুক্ত কমিটি। কয়েক জন গ্রামবাসীর সঙ্গে কথা বললেন কমিটির সদস্যরা। হারের পর প্রতিহিংসার রাজনীতি বিজেপির, আক্রমণ তৃণমূলের। কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বামেরা। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত: একুশের বিধানসভা ভোটের পর থেকে এখনও ঘরছাড়া বহু কর্মী-সমর্থক। বিরোধী দলের তরফে বারবার এমন অভিযোগ করা হচ্ছে। এই আবহে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে শুক্রবার, নরেন্দ্রপুরের একাধিক জায়গায় গেল হাইকোর্ট নিযুক্ত কমিটি। কমিটির সদস্যরা কথা বললেন বেশ কয়েকজন গ্রামবাসীর সঙ্গে। ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়াদের ফেরাতে, গত ২০ এপ্রিল হাইকোর্টের নির্দেশে এই কমিটি গঠিত হয়। যাতে রয়েছেন জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যরা। রয়েছেন স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির সদস্যরাও।
বিজেপিকে কটাক্ষ সিপিএম-তৃণমূলের: এদিন নরেন্দ্রপুরের খেয়াদা ২ নম্বর পঞ্চায়েত এলাকা ও নরেন্দ্রপুর থানায় যায় এই কমিটি। হাইকোর্ট নিযুক্ত কমিটির সদস্যদের কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন ক্ষতিগ্রস্তরা। এদিন এলাকায় যান মামলাকারী আইনজীবী ও বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালও। ভোট পরবর্তী সন্ত্রাস-তদন্তে কমিটি নিয়ে বিজেপিকে কটাক্ষ তৃণমূল-সিপিএমের। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, “বিজেপি ও এনএইচআরসির মধ্যে পার্থক্য নেই, এরা বিজেপি ক্রীতদাসে পরিণত, প্রতিহিংসার রাজনীতি, মিথ্যাচারের জন্যই বাংলার মানুষ বিজেপিকে রাজনৈতিক ভাবে বিতাড়িত করেছে।’’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি বলেন, “এরা বেছে বেছে লোকের সঙ্গে কথা বলছে, আমাদের অনেকে ঘরছাড়া।’’
পাল্টা জবাব বিজেপির: ভোট পরবর্তী সন্ত্রাস-তদন্তে কমিটির বিরোধীদের তোপের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “ভোটের পর এখনও অনেকে ঘরে ফিরতে পারেনি, এনএইচআরসি এবার সব কিছু দেখুক, একে স্বাগত জানাচ্ছি।’’ গ্রামে ঘুরে বিস্তারিত তথ্য নিয়ে হাইকোর্টে রিপোর্ট দেবে এই কমিটি।
আরও পড়ুন: Hooghly News: রুটি নিয়ে বচসা, বঁটির কোপ মারার অভিযোগ