কলকাতা : বেজে গেল ২০২৬ এর ভোটের দামামা। মঙ্গলবার থেকেই বাংলা-সহ ১২ রাজ্যে শুরু করা হল SIR। মধ্যরাতেই ভোটার তালিকা ফ্রিজ করা হল। এরই মাঝে প্রশান্ত কিশোরকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক। 

Continues below advertisement

নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের  নাম রয়েছে দুই রাজ্যের ভোটার তালিকায়, একসঙ্গে। পশ্চিমবঙ্গ ও বিহারর ভোটার তালিকায় এক সঙ্গে জ্বলজ্বল করছে তার নাম। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তিনি কলকাতার বাসিন্দা আর বিহারেও তাঁর কেন্দ্র বিহারের করহাগর বিধানসভা।  

সূত্র মারফৎ জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের ঠিকানা ১২১, কালীঘাট রোড। এই ঠিকানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। সেই সঙ্গে বিহারের করহাগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম রয়েছে প্রশান্ত কিশোরের। এখানেই প্রশান্ত কিশোরের  জন্মস্থান কোনার গ্রাম। কারও অজানা নয়, ২০২১ সালের বিধানসভা ভোটের সময় তৃণমূলের ভোটকুশলী হিসেবে কাজ করেছিলেন। সূত্রের দাবি, কলকাতায় ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য একটি আবেদন করা হয়েছিল। তাহলে এখনও কেন তাঁর নাম, একই সঙ্গে বঙ্গ ও বিহারে? উঠছে প্রশ্ন। 

Continues below advertisement

ভোটকুশলী প্রশান্তের ২ রাজ্যের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন । পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চাওয়া হয়েছে রিপোর্ট।  কমিশন জানতে চেয়েছে, প্রশান্ত কিশোর কি নাম কাটার জন্য আবেদন করেছিলেন? বলাই বাহুল্য, এক সঙ্গে দুই জায়গায় ভোটার তালিকায় নাম থাকা নিয়ম বহির্ভূত। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৭ ধারা অনুসারে একাধিক নির্বাচনী এলাকা একজনের নাম যদি ভোটার তালিকায় থকে, তা অনৈতিক।   ধারা ১৮ অনুসারে, একই নির্বাচনী এলাকার মধ্যে একাধিক বার নাম থাকাও নিষিদ্ধ ।  এখন এই বিষয়টি কি ইচ্ছাকৃত, খতিয়ে দেখছে কমিশন।           

বিহারে SIR শুরু হওয়ার পর থেকেই, বিতর্কের ঝড় বয়ে গেছে। মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গিয়েছে 'SIR'। নির্বাচন কমিশন এই ধরনের সমস্যা সমাধানের জন্যই  বিহারে   ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ করেছে। এই প্রক্রিয়া চলাকালীন, প্রায় ৬৮.৬৬ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে ৭ লক্ষেরও বেশি ডুপ্লিকেট নিবন্ধন রয়েছে।