তুহিন অধিকারী, বিষ্ণুপুর: আগামী শনিবার বিষ্ণুপুরের (Bishnupur) মল্ল রাজাদের স্মৃতি বিজড়িত উল্টোরথ (Rathyatra 2022)। এই উল্টো রথযাত্রায় মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। ওই দিন রাতে উল্টো রথের শোভাযাত্রা দেখতে কার্যত বিষ্ণুপুর শহরে জনজোয়ার সৃষ্টি হয়। আর উৎসবের কথা মাথায় রেখেই রুট ম্যাপ প্রকাশ করা হল। 




 উল্টোরথের প্রস্তুতি শুরু: বাঁকুড়া জেলার (Bankura News) পাশাপাশি বিভিন্ন জেলা থেকে এই শোভাযাত্রা দেখতে মানুষ অংশগ্রহণ করে। ভিড় সামলাতে প্রচুর পুলিশ মোতায়ন করতে হয়। আর সেই কথা ভেবেই বাঁকুড়া জেলা পুলিশের বিষ্ণুপুর থানার পক্ষ থেকে বুধবার বিষ্ণুপুরে ঐতিহ্যবাহী রথযাত্রার সচিত্র রুট ম্যাপ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়। এদিন  বিষ্ণুপুর থানা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে রুট ম্যাপ  প্রকাশ করেন বিষ্ণুপুরের এসডিও অনুপ কুমার দত্ত। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর থানার আইসি অতনু সাঁতরা। বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান গৌতম গোস্বামী। এছাড়াও কৃষ্ণগঞ্জ ও মাধবগঞ্জ দুই রথ কমিটির সদস্যগণ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিষ্ণুপুরের থানার আইসি অতনু সাঁতরা বলেন, "রথযাত্রার শোভাযাত্রা কোন পথে যাবে। দর্শনার্থীরা কোন দিক দিয়ে মন্দির দর্শনে যাবেন। সেসব নিয়ে একটি রুট ম্যাপ আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। এছাড়াও ম্যাপের পিছনে রথের সংক্ষিপ্ত ইতিহাস এবং পুলিশ ও প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ ফোন নম্বর দেওয়া রয়েছে।''


পুরীর রথের চিত্র: এদিকে রথের দিনে আবার সেই পুরনো চেহারা দেখা যায় পুরীতে। কানায় কানায় পূর্ণ সমুদ্রপাড়ের জগন্নাথ ধাম। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত গোটা শহর। একবার রথের রশি ছুঁতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে পূণ্যার্থী। করোনার কারণে গত দু’বছর পুরীর রথযাত্রা ছিল শুনশান। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বাইরের কারও পুরীতে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। কিন্তু, এবার আর সেই বিধিনিষেধ নেই। তাই পুরীতেও ভক্তদের মধ্যে সেই চেনা উন্মাদনা।


আরও পড়ুন: Edible Oil Price: বেলাগাম ভোজ্য তেল, লিটারে অন্তত ১০ টাকা দাম কমাতে বলল কেন্দ্র