কলকাতা : রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) বাংলা বিধানসভাতেও কি ক্রস ভোট (Cross Vote)! রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের ব্যালট খুলতে দেখা গিয়েছে, মোট ২৯১টি ভোটের মধ্যে তৃণমূলের ভোট পড়ল ২১৬। আর বিজেপির ভোট পড়েছে ৭১। বাংলা বিধানসভায় (Bengal Assembly) ২৯১টি ভোটের মধ্যে ৪টি ভোট বাতিল হয়েছে।


রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি ছিল, ৭০টির বেশি ভোট পড়লে বুঝতে হবে ক্রস ভোট। সেই অনুযায়ী বাংলা বিধানসভায় একটি ভোট বেশি পেয়েছে বিজেপি। ২৯৪টি বিধানসভায় ভোট পড়েনি ২জনের, বিরত ছিল আইএসএফ।


ভোটের দিন নিউটাউনের হোটেল থেকে বাসে করে বিধানসভায় ভোট দিতে এসেছিলেন বিজেপির ৬৬জন বিধায়ক। আলাদা গাড়িতে বিধানসভায় ভোট দিতে যান বিজেপির ৩জন বিধায়ক। অর্জুন-পুত্র পবন সিংহের ভোট ধরেও বিজেপির ভোট পড়ার কথা ৭০টি। তাহলেও ৭১টি ভোটের অতিরিক্ত কার ১টি ভোট পড়ল বিজেপির ঘরে? তাই নিয়ে শুরু জল্পনা।


তৃণমূলের ২২১টি ভোট ধরলেও ৪টি ভোট বাতিলে প্রশ্ন উঠছে। জল্পনা চলছে, তৃণমূলের ৪টি ভোট বাতিল না কি, বিজেপির ৪টি ভোট বাতিল। যদি বিজেপির ৪টি ভোট বাতিল হলে তৃণমূলের ৪টি ভোট কি ক্রস? 


প্রসঙ্গত, ভোটে ২১৬টি আসনে জিতেছিল তৃণমূল (TMC), পরে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেন ৫জন। বিজেপির ৭৭ জন বিধায়কের মধ্যে পরে উপনির্বাচনে ২ জন হেরে যান।






ক্রস ভোটিংয়ের প্রসঙ্গ সামনে আসতেই টুইট করে শুভেন্দু অধিকারী লেখেন, 'আমি যেমন বলেছিলাম, ঠিক তেমনই বিজেপির ৭০ জন বিধায়ক দ্রৌপদী মুর্মুর পক্ষেই ভোট দিয়েছেন। একজন তৃণমূল বিধায়ক ক্রস ভোট দিয়েছেন। ৪ জন তৃণমূল বিধায়কের ভোট বাতিল হয়েছে। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।'



আরও পড়ুন- কী কী সুবিধা পান দেশের রাষ্ট্রপতি, বেতনই বা কত?