সমীরণ পাল, ঋত্বিক প্রধান ও সনত ঝা, কলকাতা: প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা আত্মসাৎ। এমনই অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) স্বরূপনগরে। টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হল বলে অভিযোগ। অভিযোগকারী যুবকের দাবি, এই বিষয়ে থানায় অভিযোগ করেও কোনও লাভ হয়নি বলে দাবি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন ২০১৪’র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী।


'নিয়োগে' দুর্নীতি:
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ইতিমধ্য়েই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। এবার টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে জড়িয়ে গেল আরও এক তৃণমূল নেতার নাম! তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তুললেন এক চাকরিপ্রার্থী। 


কী অভিযোগ:
২০১৪ সালে, প্রাথমিকের টেট পাস করেন গাইঘাটার ইসমাইল মণ্ডল। তাঁর দাবি, টেট পাস করেও চাকরি মেলেনি। অভিযোগ, তত্‍কালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি করে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে, ৮ লক্ষ টাকা নেন স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা আশারাফ মোল্লা। ২০১৪’র টেট উত্তীর্ণ ও অভিযোগকারী ইসমাইল মণ্ডলের দাবি, চাকরি পেতে খুব কষ্ট করে টাকা জোগাড় করেছেন তিনি। জমি-জায়গা বেচে সেই ৮ লক্ষ টাকা তিনি তুলে দিয়েছেন বলে দাবি। অভিযোগ, তারপরও না মিলেছে চাকরি। এমনকী টাকাও মেলেনি। উল্টে টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনা নিয়ে তৃণমূল বিধায়ক বীণা মণ্ডলের উপস্থিতিতে গ্রামে সালিশি সভাও বসে বলে অভিযোগ। 


ইসমাইল বলেন, 'টাকা ফেরত চাইলে হুমকি, ওসিকে বলে গাজা কেসের ভয় দেখায়।' এই নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল। বৃহস্পতিবার অভিযুক্ত তৃণমূল নেতা ও তাঁর দলবদল, ওই চাকরিপ্রার্থীর শ্বশুরের ওপর হামলা চালায় বলে অভিযোগ। 


এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত তৃণমূল নেতার। পাল্টা চক্রান্তের অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী। জাহানারা বিবি বলেন, 'জমি নিয়ে গণ্ডগোল। সেই কারণে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে।' গোটা ঘটনায় তৃণমূলের কড়া সমালোচনা করেছে বিরোধী দলগুলি।


পুলিশের দাবি:
বসিরহাট পুলিশ জেলা সূত্রে দাবি, এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা আশারাফ মোল্লাকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।


আরও পড়ুন:  ঘরে ঝুলন্ত বিজেপি নেত্রীর দেহ, মৃত্যু ঘিরে রহস্য