কলকাতা: কোথায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য? যাদবপুর থানায় ডায়েরি কোর্ট নিযুক্ত এসিপির। মানিককে গতকাল রাত ৮টার মধ্যে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মেনে নিজাম প্যালেসে হাজিরা দেননি মানিক। সুপ্রিম কোর্ট থেকে একদিনের রক্ষাকবচ পেয়েছেন মানিক। ‘আজ পর্যন্ত মানিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই’। গতকাল নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আজ মানিক ভট্টাচার্যর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।
সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক ভট্টাচার্য: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার জল গড়াল সুপ্রিম কোর্টে। প্রাথমিক মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের স্পেশাল লিভ পিটিশন। গত ২ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্য। বিচারপতি সুব্রত তালুকদার, লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করেন মানিক ভট্টাচার্য। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস সুপ্রিম কোর্টের। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। গত ২ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার, লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অপসারিত পর্ষদ সভাপতি। স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন তিনি। সব পক্ষকে নোটিস ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। প্রাথমিক মামলায় এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি বিচারপতি নির্দেশ দেন, মানিক ভট্টাচার্য এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে দাখিল করতে হবে। এই দুটো নির্দেশকে চ্যালেঞ্জ করেই মানিক ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। গত ২ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের প্রত্যেকটি নির্দেশকে মান্যতা দেয়।
সুপ্রিম কোর্টে (Suprim Court) মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) একদিনের রক্ষাকবচ দেওয়া হয়। কাল পর্যন্ত গ্রেফতারির (Arrest) মতো কোনও কড়া পদক্ষেপ নয়। মানিককে একদিনের রক্ষাকবচ দিয়ে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টে ফের মানিক ভট্টাচার্যের আবেদনের শুনানি। নিয়োগে দুর্নীতি মামলায় মানিককে হাজিরার ডেডলাইন দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে। রাত ৮টার মধ্যে মানিককে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। সহযোগিতা না করলে হেফাজতে নিতে পারবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের। ওএমআর শিট নষ্ট নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে নষ্ট করা হয়েছিল ওএমআর শিট। বাছাই করা সংস্থাকে নষ্ট করার দায়িত্ব দেওয়া হয়েছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের।
‘দায়িত্বপ্রাপ্ত সংস্থার ভূমিকা খতিয়ে দেখবে সিবিআই। ২০ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কার কার ওএমআর শিট নষ্ট? আইন মেনে ওএমআর শিট নষ্ট কিনা, দেখাতে পারেনি পর্ষদ। ওএমআর শিট নষ্টের সময় পর্ষদের কোনও আধিকারিক ছিলেন না। রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের। ওএমআর শিট নষ্টের বিষয়ে পর্ষদের ভূমিকা সন্দেহজনক ও ঢিলেঢালা’
সাংবিধানিক সংস্থার কাছে এই ভূমিকা প্রত্যাশিত নয়, রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের। এফআইআর দায়ের করবে সিবিআই। সিবিআইকে অনেকে খাঁচাবন্দি তোতাপাখি বলতে পারেন। কিন্তু দিনের শেষে কোনও না কোনও সংস্থা দিয়ে তদন্ত করাতে হবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আদালতে তদন্তকারীদের নাম জানান। সিবিআইয়ের অধিকর্তাকে বলব, নাম দেওয়ার জন্য, পর্যবেক্ষণ হাইকোর্টের।