উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : সন্তানকে স্কুলে পড়াতে নাভিশ্বাস উঠছে অভিভাবকদের । প্রতিবছরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেসরকারি স্কুলগুলিতে পড়ার খরচ। টিউশন ফি থেকে সেশন ফি, সবই আকাশ ছোঁয়া। কোনও কোনও স্কুল আবার বাড়তি টাকাও নেয় বিভিন্ন খাতে । ক্রমেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে এই পাহাড়প্রমাণ খরচ সামলানো, অভিযোগ অনেক বাবা-মায়েরই। এবার বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে বিল আনতে চলেছে রাজ্য সরকার।
ফি বৃদ্ধিতে সমস্যা
'যেভাবে বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি হচ্ছে, তাতে সমস্যায় পড়ছেন অভিভাবকরা', এই প্রসঙ্গটি বিধানসভায় তোলেন এক বিধায়ক। মঙ্গলবার সেই প্রশ্নেরই জবাবে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান, বেসরকারি স্কুল থেকে বহু বছর অত্যন্ত মেধাবী ছাত্র-ছাত্রীরা পাশ করে বেরোচ্ছে। তাই রাজ্য কখনওই বেসরকারি স্কুলের বিরোধী নয়। সরকার মনে করছে সরকারি এবং বেসরকারি স্কুল একসঙ্গেই চলবে। কিন্তু শিক্ষামন্ত্রী মেনে নেন, বেসরকারি স্কুলে যেভাবে ফি বাড়ানো হচ্ছে, তাতে সমস্যায় পড়ছেন অভিভাবকদের একাংশ। অনেকে সেই খরচ চালাতে অপারগ। তাতে বিঘ্নিত হচ্ছে পড়ুয়াদের পড়াশোনা। এই নিয়ে সরকার একটি বিল আনার কথা ভাবছেন। বিলের খসড়া চূড়ান্ত হওয়ার পর বাকিটা বলা যাবে বলে বিধানসভায় জানান শিক্ষামন্ত্রী।
কী জানালেন শিক্ষামন্ত্রী
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বিধানসভায় বেসরকারি স্কুলের বেতন বৃদ্ধি নিয়ে তার উদ্বেগের কথা জানিয়েছিলেন। সে সময় তিনি অনুরোধ করেছিলেন বিভিন্ন বেসরকারি স্কুলকে এই নিয়ে চিন্তাভাবনা করতে। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সরাসরি জানিয়ে দিলেন, বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে বিল আনবে রাজ্য সরকার।
২০২৩ এও বিধায়সভায় উঠেছিল একই প্রসঙ্গ
এর আগে ২০২৩ সালে বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় বিধানসভায় বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে সমস্যার প্রসঙ্গটি তোলেন। তখনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, বেসরকারি স্কুলের ফি কাঠামোর উপর নিয়ন্ত্রণ রাখতে শিক্ষা কমিশনের চিন্তাভাবনা করেছে সরকার। এছাড়াও বেসরকারি স্কুলগুলো যাতে আকাশছোঁয়া ফি না ধার্য করতে পারে, তাই এই সংক্রান্ত একটি বিলও সরকার আনবে রাজ্য সরকার।
কী জানিয়েছিল হাইকোর্ট
২০২৩ সালে বেসরকারি স্কুলগুলোর যেমন-খুশি ফি ধার্য করার কড়া সমালোচনা করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেছিলেন, 'এটা ঠিক যে বেসরকারি স্কুলের বেতন কাঠামো রাজ্য ঠিক করতে পারে না। কিন্তু কোথাও বলা নেই যে বেসরকারি স্কুলের উপর রাজ্যের কোনও নিয়ন্ত্রণ থাকবে না। ২০১২ সালের আইন বলছে রাজ্যের সায় থাকতে হবে'। এখন দেখার কবে বিল আনে রাজ্য ।