রঞ্জিত সাউ, কলকাতা: বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৮ জনকে গ্রেফতার করল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।


লক্ষাধিক টাকার প্রতারণা: পুলিশ সূত্রে খবর, সল্টলেকের অনন্য চেম্বার অফিসে  টেকনো প্রো সলিউশন নামের একটি ভুয়ো কল সেন্টার চালু করে বিদেশি নাগরিকদের ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল মারফত কল করত প্রতারকরা। এরপর তাঁদের টেক সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিত প্রতারকরা। সেই মারফত তাঁদের কাছ থেকে বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা লেনদেন করত অভিযুক্তরা। সেই তদন্ত শুরু করে গতকাল এই অফিসে হানা দেয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেখান থেকে এই সংস্থার ৮জনকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


প্রতারণার ফাঁদে চিকিৎসক: চড়া হারে রিটার্নের ফাঁদে পড়ে ১ কোটি ৩০ লক্ষ টাকা খোয়ানোর অভিযোগ তুললেন চিকিৎসক কুণাল সরকার (Doctor Kunal Sarkar)। পাশাপাশি অন্য একটি ঘটনায়, বিকিকিনির অ্যাপে ভুয়ো (fraud app) বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল বাঁকুড়ার (Bankura) বাসিন্দা এক তরুণকে।


ঠিক কী অভিযোগ চিকিৎসক কুণাল সরকারের?                                                                                                                                                                       


১ কোটি ৩০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুললেন চিকিৎসক কুণাল সরকার। লালবাজার সূত্রে খবর, ২০১৬ সালে মোটা টাকা রিটার্নের প্রতিশ্রুতিতে ধাপে ধাপে একটি সংস্থায় টাকা বিনিয়োগ করেছিলেন কুণাল সরকার। ২০২০ সাল পর্যন্ত ওই সংস্থায় তিনি ১ কোটি ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। এরপর, সংস্থার তরফে তাঁকে একটি ৮০ লক্ষ টাকার চেক দিলে, সেটি বাউন্স করে। এরপরই, ২০২১ সালের জুন মাসে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন চিকিৎসক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত অন্য একটি মামলায় ইতিমধ্যেই তিহাড় জেলে বন্দি রয়েছেন। এরপর, প্রোডাকশন ওয়ারেন্ট নিয়ে অভিযুক্তকে লালবাজারে আনা হয়। ধৃতের ৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।


আরও পড়ুন: Dankuni : এবিপি আনন্দর খবরের জের, সরকারি আবাস যোজনার অফিস থেকে সরল তৃণমূলের পার্টি অফিস !