কলকাতা: তোলাবাজিতে অভিযুক্ত কাউন্সিলর কোথায়? বাগুইআটিতে প্রোমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার পর ২ দিন পার। এখনও অধরা বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। গতকাল গভীর রাতে কাউন্সিলরের দেশবন্ধুনগরের ফ্ল্যাটে হানা দেয় বাগুইআটি থানার পুলিশ। কাউন্সিলরের ফ্ল্যাটের দরজায় নোটিস ঝুলিয়ে দেওয়া হয়।


তোলা না দেওয়ায় বাগুইআটিতে প্রোমোটারকে এভাবেই মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অথচ ঘটনার ২ দিন পরও খোঁজই নেই অভিযুক্ত কাউন্সিলরের। এবার ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়ে শাসক নেতার বাড়িতে নোটিস ঝোলাল পুলিশ। আক্রান্ত প্রোমোটারের অভিযোগ, আইন মেনে নির্মাণ কাজ করলেও, তাঁর কাছে ৫০ লক্ষ টাকা দাবি করেন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। ২৩ লক্ষ টাকা দিয়েও দেন তিনি। বাকি টাকা না দেওয়ায়, জোর করে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ প্রোমোটারের। পরে ফের কাজ শুরু করায়, তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বন্দুকের বাঁট দিয়ে মেরে, মাথা ফাটিয়ে দেওয়া হয়। ২ জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনও অধরা।

সোমবার গভীর রাতে বাগুইআটির প্রতিবেশী পাড়ায় তৃণমূল নেতার ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। যদিও ফ্ল্যাট তালাবন্ধ ছিল। মঙ্গলবার সকালে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ফ্ল্যাটে নোটিস ঝোলায় বাগুইআটি থানার পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে থানায় তলব করা হয় তাঁকে। এই ঘটনায় বিধাননগর পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে বারবার ফোন করা হলেও তাঁর মোবাইল 'নট রিচেবল'। এফআইআর-এ নাম থাকা বাকিদের খোঁজেও তল্লাশি চলছে।

অন্য়দিকে এদিনই রাজ্য় পুলিশের ডিজির অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন আক্রান্ত প্রোমোটার কিশোর হালদার। আক্রান্ত প্রোমোটার বলেন, "ওত সময়ে গেল তবু গ্রেফতার হল না সমরেশ। ও প্রভাবশালী ওর মাথার হাত আছে। কোনও উপায় না পেয়ে ডিজির কাছে গেলাম।'' আক্রান্ত প্রোমোটারের স্ত্রী দেবশ্রী হালদার বলেন, "আতঙ্কের মধ্য়ে রেয়ছি আমরা। কখন কী হয়। ওভাবে যদি আক্রমণ হতে পারে কারও ওপর তাহলে তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই।'' অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Sujay Krishna Bhadra: এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন