RG Kar Issue: কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে রাতদখল জুনিয়র ডাক্তারদের
RG Kar Protest: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদের মহামিছিল। নাগরিক সমাজের পাশাপাশি, মিছিলে পা মেলালেন তারকারা। মিছিল শেষে রাতভর ধর্না অবস্থানের ডাক দেন উদ্য়োক্তারা
রাতেই নিজাম প্যালেসে সন্দীপ ঘোষ-সহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা। বিআর সিংহ হাসপাতাল থেকে এলেন চিকিৎসক।
রাতেই নিজাম প্যালেসে সন্দীপ ঘোষ-সহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা। বিআর সিংহ হাসপাতাল থেকে এলেন চিকিৎসক।
কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে রাতদখল জুনিয়র ডাক্তারদের। যোগ দিলেন সিনিয়র ডাক্তাররা। পৌঁছলেন একাধিক তারকা।
নাগরিক সমাজের পর এবার রাত দখলে জুনিয়র ডাক্তাররাও। পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে দুপুর থেকে আন্দোলন চলছিল। এবার রাস্তায় বসে রাতভর ধর্না চালাবেন ডাক্তাররা।
গানে-কবিতায়-স্লোগানে রবিবার রাত জেগেছিল নাগরিক সমাজ। আর আজ আর জি কর-কাণ্ডে সুবিচার ও পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, গোলাপ ও প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে CBI গ্রেফতার করল সন্দীপ ঘোষকে।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে তোলপাড়ের মধ্যেই ফের হুমকি শাসক নেতার! প্রতিবাদী মহিলাদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। ভাইরাল ভিডিওয় এমনই হুমকি দিতে শোনা গেল অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী অতীশ সরকারকে। 'কুৎসা, অপ্রচার, চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন।' মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা সামনে রেখে তৃণমূল নেতা প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন, 'আমরা ফোঁস করলে বাড়ি থেকে বেরোতে পারবেন তো?' তৃণমূল কাউন্সিলরের স্বামীর এই ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
রাত নটা বাজার একটু পরে লালবাজারের পিছনের দরজা দিয়ে বেরোলেন বিনীত গোয়েল
'পড়ল মিডল স্ট্যাম্প, এবার কী?' সন্দীপ ঘোষের গ্রেফতারি পরেই পোস্ট সুখেন্দুশেখর রায়ের।
গ্রেফতার আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। চিকিৎসক ধর্ষণ-খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই।
টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার সন্দীপ ঘোষ। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার সন্দীপ ঘোষ। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার।
দুপুর গড়িয়ে রাত, এখনও অবস্থানে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সিবিআই আধিকারিকরা
জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান ঘিরে পুলিশ-ডাক্তার টানাপড়েন। ব্য়ারিকেডের সামনে রাস্তায় বসে স্লোগান। প্রয়োজনে এবার ডাক্তারদের রাতদখল
তৃণমূল বিধায়ক, অভিনেত্রী লাভলি মৈত্রর নিশানায় এবার সুজন চক্রবর্তী। 'সুজন দা ঘুরে বেড়ান কারণ বদল হয়েছিল বদলা হয়নি, ২০১১-য় বদল হয়েছিল, ২০২৪-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে, কী ভাবে নামাতে হয় জানি', সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর হুমকি ভাইরাল।
পুলিশ দাবি না মানলে সারারাত রাস্তায় বসে থাকার হুঁশিয়ারি লালবাজার অভিযানে যাওয়া জুনিয়র ডাক্তারদের।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপির। কলকাতা থেকে কোচবিহার, জেলায় জেলায় বিজেপির ডিএম অফিস ঘেরাও অভিযানে ধুন্ধুমার। শিলিগুড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কোচবিহার বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়ল পুলিশ। বর্ধমানে ধুন্ধুমার। কার্জন গেটের কাছে পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিজেপির নেতা-কর্মীরা। তুমুল ধস্তাধস্তি। আসানসোলেও তুমুল উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। মালদা, বাঁকুড়াতেও জমায়েত।
ফুল, শিরদাঁড়া হাতে লালবাজার অভিযান ডাক্তারদের। লালবাজার অভিযান আটকাতে লৌহ কপাট পুলিশের। বাধা পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ। বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা।
কলকাতা পুলিশ কমিশনারের ইস্তফা চাইছেন আন্দোলনকারীরা
ব্যারিকেড তুলে এগোতে দিতে রাজি নয় পুলিশ। রাস্তায় বসে পড়ে গান গেয়ে প্রতিবাদ ডাক্তারদের।
'তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফোঁস করেছেন অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর। বাংলার মা-বোনেরা শুনুন, জানুন, ভাবুন কারা সরকার চালাচ্ছে। আপনারা কতটা নিরাপদ বোধ করছেন এই তৃণমূলীদের তত্ত্বাবধানে', সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
লালবাজারের সামনে ব্য়ারিকেড খুলে দেওয়ার দাবি আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের। নয়তো পুলিশ কমিশনারকে সেখানে আসার দাবি। ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারীরা।
সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য। রাজ্যের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। নবান্ন অভিযানের দিন এবিপি আনন্দের স্টুডিও থেকে বেরোতেই সায়নকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুর ২টোর মধ্যে সায়নকে মুক্তির নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।
ডাক্তারদের রুখতে লালবাজারের আগে লোহার পাঁচিল তুলল পুলিশ। জুনিয়র ডাক্তারদের রুখতে লালবাজারের রাস্তা যেন দুর্গ।
আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের কুকথা। মা-বোনকে কুৎসা করে দেওয়ালে ছবি টাঙিয়ে দেওয়ার হুমকি অশোকনগরের তৃণমূল নেতার। রাজ্যজুড়ে সমালোচনার জেরে অতীশ সরকারকে অবশেষে সাসপেন্ড করল তৃণমূল। অশোকনগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকারকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল।
আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের কুকথা। মা-বোনকে কুৎসা করে দেওয়ালে ছবি টাঙিয়ে দেওয়ার হুমকি অশোকনগরের তৃণমূল নেতার। রাজ্যজুড়ে সমালোচনার জেরে অতীশ সরকারকে অবশেষে সাসপেন্ড করল তৃণমূল। অশোকনগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকারকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল।
২৪ দিন পার, এখনও মেলেনি আর জি কর মেডিক্যালে চিকিৎসককে খুন-ধর্ষণের বিচার। এবার লালবাজার অভিযানে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। কলকাতার সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, সন্দীপ ঘোষের গ্রেফতারি সহ একাধিক দাবিতে অভিযান। ডাক্তারদের রুখতে লালবাজারের আগেই লোহার পাঁচিল তুলল পুলিশ।
২৪ দিন পার, এখনও মেলেনি আর জি কর মেডিক্যালে চিকিৎসককে খুন-ধর্ষণের বিচার। এবার লালবাজির অভিযানে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। কলকাতার সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, সন্দীপ ঘোষের গ্রেফতারি সহ একাধিক দাবিতে অভিযান। ডাক্তারদের রুখতে লালবাজারের আগেই লোহার পাঁচিল তুলল পুলিশ
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আলিপুর ডিএম অফিস ঘেরাও। ডোরিনা ক্রসিংয়েও বিজেপির ধর্না অবস্থান চলছে। বিজেপির তপশিলি মোর্চার ডাকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ধর্না কর্মসূচি চলবে ।
সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের। রাজ্যের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য
আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার, এখনও কিনারা হয়নি সেই রহস্যের। এই প্রেক্ষাপটে আজ লালবাজার অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? প্রশ্ন তুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছেন জুনিয়র ডাক্তাররা। আজ দুপুর দুটোয় কলেজ স্কোয়ারে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মিছিল করে লালবাজার অভিযানে যাবেন জুনিয়র ডাক্তাররা। লালবাজারের আগেই বউবাজারে লোহার পাঁচিল দিল পুলিশ, যান চলাচল বন্ধ
আর জি কর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপির। বর্ধমানে ধুন্ধুমার। কার্জন গেটের কাছে পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিজেপির নেতা-কর্মীরা।
আর জি কর মেডিক্যালে চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকরা। ঠেকাতে লোহার ব্যারিকেড পুলিশের।
আর জি কর মেডিক্যালে এবার টেলি মেডিসিনের হেল্পলাইন নম্বর-বিতর্ক। '৪টি হেল্পলাইন নম্বরের মধ্যে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে একটি নম্বর', ৩টি নম্বরেই কাজ চালাতে হচ্ছে, দাবি জুনিয়র ডাক্তারদের। কী কারণে হঠাৎ বন্ধ হয়ে গেল একটি হেল্পলাইন নম্বর, অন্ধকারে জুনিয়র ডাক্তাররা। বিচারের দাবিতে কর্মবিরতি চালিয়ে গেলেও টেলি মেডিসিন পরিষেবা চালু করেছেন আন্দোলনকারীরা
আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার। এখনও কিনারা হয়নি সেই রহস্যের। এই প্রেক্ষাপটে আজ লালবাজার অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? প্রশ্ন তুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছেন জুনিয়র ডাক্তাররা। আজ দুপুর দুটোয় কলেজ স্কোয়ারে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মিছিল করে লালবাজার অভিযানে যাবেন জুনিয়র ডাক্তাররা।
সপ্তাহ শেষেই গণেশ পুজো। প্রতি বছরই এই সময়টা শেষ-বর্ষার দাপট বাড়ে। এবার জুন-জুলাইতে তেমনভাবে ভেজেনি দক্ষিণবঙ্গ । অগাস্ট থেকে বেড়েছে বর্ষার দাপট। কেমন যাবে সেপ্টেম্বরের শুরুটা। কী জানাচ্ছে আবহাওয়া অফিস ? আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথায় কতটা বৃষ্টি হবে, তার পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগেই । তবে স্থলভাগে প্রবেশ করার পর সেটি শক্তি ক্ষয় করেছে। পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখাটি শ্রী গঙ্গানগর, কোটা, রাইসান, গণ্ডিয়া থেকে সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে । আবার হরিয়ানা এবং নাগাল্যান্ডে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
এবার আর জি কর কাণ্ডে প্রতিবাদীদের উদ্দেশে প্রশ্ন তুললেন কাঞ্চন মল্লিক। 'যে সরকারি কর্মীরা কর্মবিরতি করছেন, তাঁরা বেতন নেবেন তো? সরকার পুজোর বোনাস দিলে, নেবেন তো? যে শিল্পীরা বিচার চেয়ে আন্দোলন করছেন, তাঁরা সরকারি পুরস্কার ফেরাবেন তো?' আর জি কর কাণ্ডের রাজ্যজুড়ে প্রতিবাদের মধ্যেই প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক
১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ খুনের চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের দৌলতপুরে। সরকারি বাসে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দিলেন বিক্ষোভকারীরা। ৪ দিন পরও ধর্ষণ খুনের চেষ্টায় অভিযুক্ত অধরা। প্রতিবাদে সোমবার বনধের ডাক দেয় আদিবাসী সংগঠনগুলি। যদিও প্রশাসনের আশ্বাসে গতকালই বনধ প্রত্যাহার করে নেওয়া হয়। তারপরও দৌলতপুরে বনধ সমর্থনকারীরা সরকারি বাস আটকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ ও দমকল গিয়ে পরিস্থিতি
একসময় যিনি বলেছিলেন - বদলা নয়, বদল চাই। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই গত বুধবার শোনা গেছে, 'ফোঁস' করার বার্তা। তিনি বলেন, 'আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।' এই মন্তব্যের পর থেকেই জেলাস্তরের তৃণমূলের বিভিন্ন নেতার মুখে শোনা গিয়েছে হুমকি। আর জি করনিয়ে যখন রাত জাগছে মহানগর, জেলায় জেলায় উঠছে বিচারের দাবি, তখনই ফের হুমকি দিলেন জেলাস্তরের এক শাসক নেতা! তিনি অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী। নাম অতীশ সরকার। বললেন, প্রতিবাদী মহিলাদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোঁস-বার্তাকে হাতিয়ার করেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা অতীশ সরকার। তাঁর সরাসরি চ্যালেঞ্জ, 'মমতা বন্দোপাধ্যায় ফোঁস করতে বলেছেন, সাবধান হয়ে যান। আমরা পাড়ায়-পাড়ায় ফোঁস করলে, বাড়ি থেকে বেরোতে পারবেন তো?'? পোস্ট করেছেন তৃণমূল নেতা।
আর জি কর মেডিক্য়ালে চিকিৎসকের ধর্ষণ-খুনের পর, সেমিনার হলে গেছিলেন কারা? তা নিয়ে বহু প্রশ্ন উঠছে। এই প্রেক্ষাপটে আকাশি শার্ট পরা এক ব্য়ক্তির ছবি ভাইরাল হয়েছে। আন্দোলনকারীদের একাংশের দাবি এই ব্যক্তির নাম দীপাঞ্জন হালদার। তিনি আর জি কর মেডিক্য়াল কলেজের শিশুরোগ বিভাগের অ্যাসিস্ট্য়ান্ট প্রফেসর। পুলিশ ছবি দেখিয়ে, কয়েকজনের পরিচয় সামনে এসেছে। কিন্তু তারপরও প্রশ্ন থেকেই যাচ্ছে। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল, সাংবাদিক বৈঠক করে, সেমিনার হলের একটি ছবি দেখিয়েছিলেন। অন্য়দিকে সোশাল মিডিয়ায় সেমিনার হলের আরেকটি ছবি ভাইরাল রয়েছে। ভাইরাল ছবিটিতে আকাশি শার্ট পরা এক ব্য়ক্তিকে দেখা গেছে। যাঁকে পুলিশের ছবিতে দেখা যাচ্ছে না। কিন্তু আকাশি শার্ট পরা এই ব্য়ক্তি কে? আন্দোলনরত এক জুনিয়র চিকিৎসকের দাবি, ' আমি ১০০ শতাংশ নিশ্চিত নই। তবে আমার মনে হচ্ছে ওটা দীপাঞ্জন হালদার' । কে এই দীপাঞ্জন?
এবিপি আনন্দর 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানে আর জি কর মেডিক্যাল কলেজ নিয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের করা মন্তব্য ঘিরে বিতর্ক। IMA-এর জাতীয় সভাপতিকে চিঠি লিখে ব্যবস্থা গ্রহণের আর্জি জানাল ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখা। তীব্র বিরোধিতা করে চিঠি দিয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের পশ্চিমবঙ্গ শাখাও। বিতর্কের মুখে ক্ষমা চেয়েছেন তৃণমূল সাংসদ।
আর জি কর-কাণ্ডে বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পথে নেমেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এই প্রেক্ষাপটে প্রশাসনের ভূমিকা নিয়েই বিস্ফোরক প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। সমাজমাধ্যমে প্রশ্ন তুললেন, প্রশাসন এমন কোনও কাজ কেন করবে যার ফলে অবস্থা সামলাতে শাসকদলকেও বিচার চাই বলে কর্মসূচি নিতে হবে? যদিও বিরোধীদের দাবি, প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা করছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক।
মালদার মানিকচকে গঙ্গার রিং-বাঁধ ভেঙে বিপত্তি। জলের তলায় মানিকচকের ভুতনির বিস্তীর্ণ এলাকা। কুড়ি দিন ধরে জলবন্দি প্রায় এক লক্ষ মানুষ। পর্যাপ্ত ত্রাণ মিলছে না বলে অভিযোগ বানভাসি মানুষের। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মালদার জেলাশাসকের অবশ্য দাবি, পর্যাপ্ত ত্রাণের ব্য়বস্থা করা হয়েছে।
রাতের শহরে ফের চলল গুলি। বাবুঘাটে গুলিবিদ্ধ এক ব্যক্তি। বালি কেনা নিয়ে গণ্ডগোলের জেরে গুলি চলার অভিযোগ। কয়েক রাউন্ড গুলি চলেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আহত বেশ কয়েকজন, ভর্তি এসএসকেএমের ট্রমা কেয়ারে। তদন্তে ময়দান থানা ও নর্থ পোর্ট থানার পুলিশ। এসএসকেএমের ট্রমা কেয়ার বিভাগের গেটের কাচ ভেঙে দেওয়ার অভিযোগ আহতদের পরিবারের বিরুদ্ধে।
আর জি কর-কাণ্ড নিয়ে যখন প্রতিবাদ-বিক্ষোভের সুর ক্রমশ চড়ছে, তখন বাস্তিল দূর্গ পতনের প্রতীকী ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। জুলাই মাসে বাস্তিল দূর্গ পতন হলেও, সেপ্টেম্বর মাসে কেন সেই প্রসঙ্গ মনে করালেন তৃণমূল সাংসদ, কীসের দিকে ইঙ্গিত করলেন? উঠছে প্রশ্ন।
প্রেক্ষাপট
কলকাতা: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদের মহামিছিল। নাগরিক সমাজের পাশাপাশি, মিছিলে পা মেলালেন তারকারা। মিছিল শেষে রাতভর ধর্না অবস্থানের ডাক দেন উদ্য়োক্তারা। তাতে সামিল স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী। অন্য়দিকে, গোলপার্ক থেকে কালো পোশাকে, মৌন মিছিল করলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা। উত্তর থেকে দক্ষিণ, আর জি কর কাণ্ডে বিচার চেয়ে কলকাতা জুড়ে হল প্রতিবাদ-মিছিল। বিচার চেয়ে পথে নামলেন একাধিক স্কুলের প্রাক্তনীরা। সোনারপুরে প্রতিবাদ জানান একাধিক ক্লাবের সদস্য়রা।
আর জি কর মেডিক্যালে ধর্ষণ, খুনের ঘটনা, সমাজের সর্বস্তরে প্রতিবাদের ঝড় তুলেছে। প্রতিবাদস্বরূপ রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাধিক পুজো কমিটি। প্রতিবাদের ঝড় উঠেছে সব মহলেই। যোগ দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চও। এবার এই আবহে সরকারি কর্মীদের নিশানা করলেন উত্তরপাড়ায় তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এদিন কোন্নগরের তৃণমূল আয়োজিত ধর্নামঞ্চ থেকে কাঞ্চন মল্লিক বলেন, 'অনেকে দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে, তাঁরা সরকারি বেতন, বোনাস নেবেন তো? সরকারি পুরস্কার ফেরত দেবেন তো ?'। যদিও তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের তরফে বলা হয়, 'নিজেই হাসির খোরাক হচ্ছেন কাঞ্চন মল্লিক। সরকার তো আন্দোলনকে বেআইনি ঘোষণা করেনি, কাঞ্চন মল্লিকের কি যোগ্যতা আছে এই প্রশ্ন তোলার'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -