RG Kar Issue: কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে রাতদখল জুনিয়র ডাক্তারদের

RG Kar Protest: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদের মহামিছিল। নাগরিক সমাজের পাশাপাশি, মিছিলে পা মেলালেন তারকারা। মিছিল শেষে রাতভর ধর্না অবস্থানের ডাক দেন উদ্য়োক্তারা

ABP Ananda Last Updated: 03 Sep 2024 01:47 AM

প্রেক্ষাপট

কলকাতা: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদের মহামিছিল। নাগরিক সমাজের পাশাপাশি, মিছিলে পা মেলালেন তারকারা। মিছিল শেষে রাতভর ধর্না অবস্থানের ডাক দেন উদ্য়োক্তারা। তাতে সামিল স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার,...More

RG Kar Live Blog: রাতেই নিজাম প্যালেসে সন্দীপ ঘোষ-সহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা

রাতেই নিজাম প্যালেসে সন্দীপ ঘোষ-সহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা। বিআর সিংহ হাসপাতাল থেকে এলেন চিকিৎসক।