সোমনাথ মিত্র, সুনীত হালদার, কলকাতা: নিয়োগ দুর্নাীতির (Recruitment Corruption) প্রতিবাদে ও অবিলম্বে নিয়োগের দাবিতে লং মার্চ শুরু করলেন ২০১৪ সালের প্রাথমিক টেট (Primery TET) পাস প্রশিক্ষণ প্রাপ্ত চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার হুগলির (Hooghly) ফুরফুরা শরিফ থেকে শুরু হল যাত্রা। বুধবার ধর্মতলার শহিদ মিনার ময়দানে পৌঁছবেন চাকরিপ্রার্থীরা (Job Seeker)।
কারও হাতে নকল মাকড়সার জাল। তাতে নিয়োগ দুর্নীতিতে ধৃতদের ছবি। করও হাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) ছবি ও পাশে থাকার বার্তা সহ ব্যানার। তীব্র দহন উপেক্ষা করেই এগিয়ে চলেছেন চাকরিপ্রার্থীরা।
মঙ্গলবার হুগলির ফুরফুরা শরিফ (Furfura Sarif) থেকে শুরু হল '২০১৪-র প্রাইমারি টেট পাস ট্রেন্ড ননইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চের' লং মার্চ। ফুরফুরার তালতলা থেকে হেঁটে যাত্রা শুরু করলেন চাকরিপ্রার্থীরা।
কী বলছেন চাকরিপ্রার্থীরা? চাকরিপ্রার্থী অচিন্ত্যপ্রসাদ সামন্তের কথায়, মাননীয়া মুখ্যমন্ত্রী নবান্নে প্রেস কন্ফারেন্স করে ঘোষণা করেছিলেন আমরা ২০১৪ সালের টেট (TET 2014) পাস ট্রেন্ড ক্যান্ডিডেট আমরা ২০ হাজার আছি । ঘোষণা করেছিলেন প্রথমে ১২ হাজার নেওয়া হবে। ধাপে ধাপে বাকিদের নিয়োগ করা হবে। সেই নিয়োগ করা হোক।
আরেক চাকরিপ্রার্থী পলাশ বিশ্বাসের কথায়, আজকে আমরা পথে নেমেছি তার মূল কারণ হচ্ছি আজকে আমরা যে যোগ্য প্রার্থীরা রয়েছি তারা প্রত্যেকেই ব়ঞ্চিত । কিন্তু, অযোগ্যরা এখনও চাকরিতে বহাল রয়েছে। এ জন্য আমরা পথে নেমেছি।
কয়েক জন চাকরিপ্রার্থী ফুরফুরা শরিফের পিরজাদা তহ্বা সিদ্দিকির সঙ্গে দেখা করেন। নৌশাদ সিদ্দিকির কথায়, তাদের একটাই দাবি যারা স্বচ্ছ তাদের নিয়োগ দেওয়া হোক । এই নিয়ে মামলাও হয়েছে । জনগণকে সতর্ক করার জন্য এবং সরকারে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই গরমে তারা পদযাত্রা করছেন। তাদের দাবিকে সংহতি জানাচ্ছি।
মিছিল করে বিকেলে ডোমজুড়ে পৌঁছন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। রাতে সেখানেই বিশ্রাম নেন তারা। প্রচন্ড গরমের মধ্যে হাওড়ায় পৌঁছনোর আগে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েক জন আন্দোলনকারী। মিছিলের সঙ্গে অ্যাম্বুল্যান্স ছিল । অ্যাম্বুল্যান্সেই তাঁদের চিকিৎসা করা হয়। বুধবার হাও়়ড়া ব্রিজ (Howrah Bridge) হয়ে মিছিলের গন্তব্য ধর্মতলার (Dharmatala) শহিদ মিনার (Sahid Minar) ময়দান (Maidan)।