পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নবান্ন অভিযানে (Nabanna Abhijan) পুলিশি অত্যাচারের অভিযোগের বিক্ষোভের আঁচ এবার পাতালেও। সেন্ট্রাল মেট্রো স্টেশনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা। 


রাজপথে বিক্ষোভ চলছিল। এবার পাতালেও বিক্ষোভ। সেন্ট্রাল মেট্রো স্টেশনে একজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ-এর অভিযোগ, কলকাতা পুলিশ ও গুন্ডারা এসেছে এক যুবককে জখম করেছে। সেন্ট্রাল মেট্রো স্টেশনে বিপুল সংখ্যক বিজেপি কর্মী বিক্ষোভ দেখাচ্ছেন। পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ কর্মীও মেট্রো স্টেশনে এসে ঢুকেছে। বিক্ষোভকারীদের বাইরে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। 


মেট্রোর চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু বিক্ষোভের জেরে সেন্ট্রাল মেট্রো স্টেশনে প্রভাব পড়েছে।


বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় X হ্যান্ডেলে এই ঘটনাটি নিয়ে একটি পোস্ট করেছেন। তাতে পুলিশি পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন তিনি। একটি ভিডিও পোস্ট করে তাঁর অভিযোগ, মেট্রো স্টেশনের মধ্যেই হকি স্টিক হাতে মারধর করেছে আন্দোলনকারীকে। পোস্টে তিনি দাবি করেছেন, এই দিনের ঘটনায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে ক্ষমতার অপব্যবহার করেছে। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ চেয়েছেন তিনি। 


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার! ব্যারিকেড ধরে BJP কর্মী-পুলিশ ধস্তাধস্তি