পার্থপ্রতিম ঘোষ, আমতা  : এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। 'পুলিশকে ফোন করেও তখন লাভ হয়নি'। চলে গিয়েছে জলজ্যান্ত ছেলেটা। পুলিশের কাছে বারবার নিরাপত্তা চেয়েও পাননি আনিস। অথচ তাঁর মৃত্যুর পর বাড়িতে বসেছে পুলিশি পাহারা। কেন এখনও অভিযুক্তরা ধরা পড়ল না ? উত্তাল হয়েছে এলাকা। শত-শত মানুষ জড়ো হয়ে স্লোগান তুলছেন, পুলিশ তুমি উর্দি ছাড়ো। ছাত্রনেতা আনিসের বাড়ির সামনের চিত্রটা এখন এমনটাই। 
২ দিন পার। আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় এখনও ধোঁয়াশা। অধরা অভিযুক্তরা। এই পরিস্থিতিতে যখন ঘনাচ্ছে রাজনৈতিক তরজা, তখনই প্রয়াত ছাত্রনেতার পরিবারের সঙ্গে কথা বলতে চাইলেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে নবান্ন-য় ডেকে পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সামাল দিতে পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী পুলক রায় । সেদিন পুলিশে খবর দিয়েও সাড়া মেলেনি বলে হাহাকার করছিলেন মৃতের বাবা।সোমবার তাঁর বাড়িতেই গেল পুলিশ। পরিবারের লোকেদের বয়ান রেকর্ড করলেন ডিএসপি পদমর্যাদার অফিসার ও পুলিশ কর্মীরা। ঠিক কীভাবে আনিসকে ঠেলে ফেলা হয়, পুঙ্খানুপুঙ্খ জানতে চাওয়া হয়। 
রবিবার রাত থেকেই তাঁর বাড়িতে বসেছে পুলিশি নিরাপত্তা । পরিবারের দাবি, তাঁরা সিবিআই তদন্ত চায়। পুলিশের উপর আর ভরসা রাখতে পারছেন না। 
আনিসের পরিবারের সঙ্গে দেখা করলেন স্থানীয় বিধায়ক সুকান্ত পালও। 
আরও পড়ুন : 


'আইপ্যাক কোথায়? বাজারে তো আমাকেই হাঁটতে হচ্ছে' বিস্ফোরক কল্যাণ


আনিস খানের মৃত্যুতে পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, শুক্রবার রাতে আনিসের বাড়িতে পুলিশ যায়নি।যদিও আনিসের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি মামলায় আদালত থেকে ছাত্রনেতার বিরুদ্ধে সমনও জারি হয়। পুলিশ খতিয়ে দেখছে, কারও সঙ্গে আনিসের ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা। 


 





আমতায় আনিসের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়। নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে কথা বলতে চান বলে তিনি জানান। অন্যদিকে, আনিস খানের মৃত্যুর প্রতিবাদে কলেজ স্ট্রিটে AIDSO-র বিক্ষোভ দেখায়।