কলকাতা: গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেই চলছিল টাকা হাতানোর কাজ।  এরপর সুযোগ বুঝে চলছিল পালানোর ছক। গ্রাহকদের প্রায় কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়েও শেষ রক্ষা হল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ব্যাঙ্কের দুই কর্মী।              

Continues below advertisement

ফরাক্কায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৬৪ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ, গ্রেফতার ২ কর্মী। দুর্নীতির অভিযোগে গ্রেফতার ব্যাঙ্কের কোষাধ্যক্ষ ও এক অস্থায়ী কর্মী। ধৃত কোষাধ্যক্ষ শুভেন্দু সাহা এবং অস্থায়ী কর্মী প্রবীণ দত্ত ফরাক্কারই বাসিন্দা।  

বেশ কিছুদিন ধরেই গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার অভিযোগ উঠছিল।  কয়েকজন গ্রাহক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, শুরু হয় তদন্ত। প্রাথমিক তদন্তে উঠে আসে ৩০ জন গ্রাহকের প্রায় ৬৪ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস ব্যাঙ্ক কর্তৃপক্ষের।                

Continues below advertisement

বৃহস্পতিবার রাতে ফরাক্কা থানার পুলিশ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফরাক্কা ব্যারেজ শাখার চতুর্থ শ্রেণির কর্মী প্রবীণ দও ও ক্যাশিয়ার শুভেন্দু সাহাকে গ্রেফতার করা হয়। ধৃতদের শুক্রবার দুপুরে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। ধৃত ব্যাঙ্কের চতুর্থ শ্রেণির কর্মী প্রবীণ দও ফরাক্কা ব্লকের বেওয়া - ১ নম্বর গ্রামপঞ্চায়েতের পলাশির বাসিন্দা ছিলেন।                                                    

জানা গিয়েছে, ব্যাঙ্কের কর্মীর অভাব থাকায় তাঁকে সাফাই কর্মীর পাশাপাশি পাশবুক আপডেটের কাজ করতে হত। যদিও তিনি ফরাক্কা ব্যারেজ আবাসনে থাকতেন। ২০১২ সাল থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ফরাক্কা ব্যারেজ শাখায় সাফাই কর্মী হিসাবে কর্মরত ছিলেন। ধৃতদের শুক্রবার দুপুরে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ।                            

সূত্রের খবর, গ্রাহকদের কাছ থেকে ২৮ লক্ষ টাকা জমা দেওয়ার জন্য নিয়েছিলেন। তা অ্যাকাউন্টে জমা না করে সম্পূর্ণ আত্মসাৎ করা সহ ভুয়ো ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট হাতে লিখে ৬৪ লক্ষ টাকা গ্রাহকদের সম্পূর্ণ তছরুপের। স্থানীয় বাসিন্দা হওয়ার সুযোগ নিয়ে গ্রাহকদের বিশ্বাস অর্জন করেছিলেন প্রবীণ দত্ত।