মনোজ বন্দ্যোপাধ্যায়, বুদবুদ: কিছুদিন আগে সাইকেলে (Cycle) চেপে বিয়ে করতে গিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বর্ধমানের (Bardhaman) সন্দীপন সরকার। এবার গরুর গাড়িতে (Bullock Cart) চেপে বিয়ে করতে গেলেন আরেক জন। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বুদবুদের (Budbud) ঘটনা। সেই ছবিও এখন ভাইরাল। রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন বুদবুদের বাসিন্দা অর্ণব দাস।


গরুর গাড়িতে চেপে বিয়ে করতে যাওয়া প্রসঙ্গে অর্ণব বলেছেন, ‘ছোটবেলায় দাদু-ঠাকুমার মুখে শুনেছিলাম, আগেকার দিনে গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে যাওয়ার প্রচলন ছিল। পালকিতে করে বউ নিয়ে আসা হত। এগুলি বাঙালির ঐতিহ্য ছিল। আমরা এই প্রজন্মের যারা আছি, তারা গত ৪০-৫০ বছর ধরে বাঙালির ঐতিহ্য হারিয়ে ফেলছি। এখন অনেকেই ঘোড়ার গাড়িতে করে বিয়ে করতে যাচ্ছে। কিন্তু বাঙালির নিজস্ব ঐতিহ্য গরুর গাড়ি। সেটা আমার মাথায় ছিল। গরুর গাড়িতে বিয়ে করতে যাওয়ার কথা শোনার পর থেকেই আমি ভেবে রেখেছিলাম, কোনওদিন যদি বাড়ির কাছাকাছি কোথাও বিয়ে করতে পারি, তাহলে গরুর গাড়িতে করেই বিয়ে করতে যাব। আমার সৌভাগ্য যে বাড়ির কাছেই বিয়ে হয়েছে। বুদবুদেই বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে শ্বশুরবাড়ি। কাছাকাছি হওয়ার কারণে আমি ভাবনাটাকে বাস্তবায়িত করতে পেরেছি।’


আরও পড়ুন বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নিজের নাম বদলালেন শিবানী


অর্ণব আরও জানিয়েছেন, ‘ট্রাক্টরের দাপটে এখন গ্রামেগঞ্জে গরুর গাড়ির সংখ্যা একদম কমে গিয়েছে। বুদবুদেও একই অবস্থা। অনেক খোঁজাখুঁজি করে আমি বুদবুদে একটাই গরুর গাড়ি খুঁজে পেয়েছি। সেটাকেই নিয়ে এসে আমার বন্ধু, আত্মীয়রা ফুল দিয়ে সাজিয়েছে। তারপর সেই গরুর গাড়ির চেপে বিয়ে করতে গিয়েছি।’



অর্ণবের মা বলেছেন, ‘ও বলেছিল গরুর গাড়িতে করে বিয়ে করতে যাবে। কিন্তু সেটা যে সত্যিই করবে, আমি ভাবতে পারিনি। খুবই ভাল লেগেছে।’


অর্ণবের বোন বলেছেন, ‘দাদা যখন প্রথমবার আমাদের বলে যে এরকম চিন্তাভাবনা করছে, তখন আমরা ওকে বিশেষ উৎসাহ দিইনি। বিয়ের আগের দিন পর্যন্ত আমরা জানতাম না যে গরুর গাড়ি আসবে। বিয়ের দিন সকালে যখন গরুর গাড়ি সাজানো হচ্ছে, তখন আমাদের বিশ্বাস হল।’