কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: জাল শংসাপত্র তৈরির অভিযোগে মেমারিতে গ্রেফতার এক ব্যক্তি (Forging Documents)। তাঁর কাছ থেকে ১৬টি স্ট্যাম্প, প্রচুর জাল জন্মের এবং মৃত্যুর শংসাপত্র, রাজ্যের প্রাক্তন বিধায়কদের লেটারহেড, প্যাড, এমনকি একাধিক সরকারি হাসপাতালের প্যাডও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। 


টাকার বিনিময়ে জাল নথই বানানোর অভিযোগ


পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) মেমারির পারিজাতনগর এলাকার ঘটনা। বুধবার ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। ধৃতের নাম বিপ্লব সরকার বলে জানা গিয়েছে। মোটা টাকার বিনিময়ে লোকজনকে তিনি জাল আধার, ভোটার, জন্ম-মৃত্যুর শংসাপত্র বানিয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে। 


আরও পড়ুন: JP Nadda: ‘তৃণমূল মানে শুধু খাও খাও’, কাটমানি নিয়ে জোড়াফুলকে আক্রমণ নাড্ডার


সম্প্রতি বিপ্লবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অতনু মণ্ডল নামের এক ব্যক্তি। পুলিশকে তিনি জানান, পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়েছিলেন বিপ্লব। কিন্তু দীর্ঘ আট মাস পেরিয়ে গেলেও পাসপোর্ট হাতে পাননি তিনি। বরং একটি জাল প্যান কার্ড হাতে পান। তার পরই মেমারি থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। 


উদ্ধার প্রচুর জাল নথি, স্ট্যাম্প


অতনুর অভিযোগের ভিত্তিতেই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। বিপ্লবের বাড়িতেও হানা দেওয়া হয়। সেখান থেকে প্রচুর জাল সিল, বর্ধমান মেডিক্যাল কলেজ, এন আর এস-সহ বিভিন্ন হাসপাতালের প্যাড, জাল জন্ম- মৃত্যুর শংসাপত্র, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ল্যাপটপ বাজেয়াপ্ত করে পুলিশ। এর পরই বিপ্লবকে গ্রেফতার করা হয়। 


এ দিকে, কিডনির সমস্যায় আক্রান্ত রোগীকে তাবিজ দিয়ে সুস্থ করে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ। অন্ধ বিশ্বাসের জেরে ৭ লক্ষ টাকা খোয়ালেন এক মহিলা। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।