রাণা দাস ও সমীরণ পাল: রঙের উৎসবে (Dol Yatra 2024) যখন গোটা দেশ মাতোয়ারা, রঙিন সকল বঙ্গবাসী, তখনই শোকের ছায়া রাজ্যের দুই জেলায়। একদিকে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনায় জলে তলিয়ে গেল ২ ভাই। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) পানিহাটিতে ৩ কিশোর তলিয়ে গেল। 


দোলের দিন শোকের ছায়া, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল একাধিক শিশুর


কালনার জিউধারা এলাকায় রং খেলে একটি দীঘিতে স্নান করতে যায় দুই ভাই। সেখানে পৌঁছে নৌকায় ওঠে তারা। এরপর সবসুদ্ধ জলে তলিয়ে যায় দুই ভাই। জানা গিয়েছে একজনের নবম শ্রেণির ছাত্র, একজন সবে দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিল। সম্পর্কে তারা মামাতো পিসতুতো ভাই বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রং খেলার পর স্থানীয় একটি বড় দীঘিতে তারা পৌঁছয় ও নৌকায় চাপে। এরপরই তারা তলিয়ে যায়। দু'জনের একজনও সাঁতার জানত না। কালনা হাসপাতালে তাদের নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। সোমবার দুপুরেই কালনা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত হওয়ার কথা ছিল।


অন্যদিকে একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারাল ৩ কিশোর। পানিহাটি আশ্রম ঘাটে স্নান করতে নেমে ৩ কিশোর তলিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গঙ্গায় স্নান করার সময় পূর্ণিমার ভরা কটালের বান এসে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এলাকায় নামে শোকের ছায়া।


আরও পড়ুন: Lok Sabha Poll 2024: দোলের দিন রামকৃষ্ণ মঠে তৃণমূল প্রার্থী, রং খেলে প্রচার


দোলের দিনে আরও এক দুর্ঘটনা


শুধু জলে তলিয়ে গিয়ে নয়, পথ দুর্ঘটনায় এদিন প্রাণ যায় ৪ বছরের এক শিশুরও। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা সংলগ্ন ৯ নং কলোনিতে বসন্ত উৎসব দেখতে যাওয়ার পথে একটি পিক আপ ভ্যানের নিচে চাপা পড়ে যায় ৪ বছরের শিশু। তারপরেই ক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় ওই পিক আপ ভ্যানটিতে। পরিস্থিতি সামাল দিতে হাজির হয় আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়ির পুলিশ। সাধারণ মানুষ তখন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ও এরপর তারা মারমুখী হয়ে ওঠে বলে দাবি। তারপরেই পরিস্থিতি শান্ত করতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ শুরু করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় একটি দমকলের ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।