রানা দাস, কাটোয়া: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ায় (Katwa) পুরভোটের (Municipal Election) প্রচারে ভাইপোর বিরুদ্ধে নামলেন কাকা। কাটোয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেস (Congress) প্রার্থী রঞ্জিত চট্টোপাধ্যায়। তিনি সম্পর্কে তৃণমূলের (AITC) পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ভাইপো। এবার সেই ভাইপোর বিরুদ্ধেই প্রচারে নামলেন কাকা।


এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অরিন্দম বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা ছিল, ভাইপোর বিরুদ্ধে হয়তো প্রচারে নামবেন না দলের জেলা সভাপতি। তবে শেষপর্যন্ত প্রচারে নামলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।


আরও পড়ুন ভোটের ময়দানে টক্কর বাবা-ছেলের! সন্তানের পাশেই মা


মাসকয়েক আগে দলের জেলা সভাপতিকেই প্রকাশ্য সভায় ‘হরিদাস পাল’ বলে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী। সেই ঘটনার কথা উল্লেখ করে কংগ্রেস প্রার্থীর কটাক্ষ, ‘কাকার সঙ্গে আমার সম্পর্ক ভাল। কাকা-ভাইপোর সম্পর্ক পারিবারিক। যেহেতু আমি কংগ্রেস করি আর কাকা তৃণমূলের জেলা সভাপতি তাই কাকা তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন। কিন্তু তিনি যাঁকে নিয়ে প্রচার করছেন, সেই তৃণমূল প্রার্থী কিছুদিন আগেই কাকাকে কটাক্ষ করেছিলেন। ফলে এই প্রচার হাস্যকর।’


তৃণমূল প্রার্থীর পাল্টা জবাব, ‘জেলা সভাপতির সঙ্গে যা হয়েছে, সেটা আমাদের দলের ব্যাপার। অন্য দলের নাক না গলানোই ভাল।’


তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘আমার ভাইপোর সাথে পারিবারিক সম্পর্ক ভাল। তবে আমি যেহেতু তৃণমূলের জেলা সভাপতি, তাই আমি তৃণমূলের প্রার্থীর হয়ে প্রচারে নামব এটাই স্বাভাবিক।’


অন্যদিকে, পূর্ব বর্ধমানের মেমারি পুরসভায় তৃণমূলের প্রচারে বাজছে জনপ্রিয় হিন্দি গানের প্যারোডি। ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী টোটোয় মাইক বেঁধে এই গান বাজিয়ে এলাকায় ঘুরছেন। সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করতেই এই উদ্যোগ, দাবি তৃণমূল প্রার্থীর।


মেমারি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ও বিদায়ী কাউন্সিলর সুপ্রিয় সামন্ত এলাকায় গুটেনদা নামে পরিচিত। ‘১০ নম্বর ওয়ার্ডে গুটেনদাকে আবার চাই’- এই স্লোগান তুলে বাঁধা হয়েছে প্যারোডি গান। 


হিন্দি সিনেমার আইটেম সং-কে হাতিয়ার করার জবাব মিলবে ভোটবাক্সে, কটাক্ষ বিজেপির।