কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: করোনা সংক্রমণ রুখতে একাধিক পুর এলাকায় কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। বর্ধমানে টানা ৭ দিন বন্ধ হোটেল, ফাস্টফুড, চায়ের দোকান। বৃহস্পতিবার ও রবিবার বন্ধ থাকবে সব দোকান, এমনটাই জানান হয়েছে। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। কাল থেকেই নতুন বিধিনিষেধ কার্যকর। এদিকে, নৈহাটিতেও সোম ও শুক্রবার দোকান-বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় বেলাগাম করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে, সপ্তাহের নির্দিষ্ট কয়েকটা দিন বাজার বন্ধ রাখাতেই জোর দিচ্ছে প্রশাসন। সেইমতো চলছে পুলিশি নজরদারি। মাস্ক না পরে বাইরে বেরোলে চলছে ধরপাকড়। সংক্রমণ রুখতে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুর এলাকায় আজও বন্ধ বাজার। কিন্তু তা সত্ত্বেও পথ চলতি অনেক মানুষই অসচেতন। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। সবাইকে সচেতন করতে এদিনও প্রচারাভিযান চালায় পুলিশ ও পুরসভা।
কোথাও করোনা বিধি নিয়ে অভিযানে নামল পুলিশ! কোথাও প্রশাসনের অনুপস্থিতিতে মানুষকে সচেতন করতে এগিয়ে এল বাজার কমিটি। আজ দিনভর পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে দেখা গেল এরকমই একাধিক ছবি। এদিকে কাল থেকে জেলা জুড়ে শুরু হচ্ছে ১০টি মাইক্রো কনটেনমেন্ট জোন।
করোনা যোদ্ধারাই সংক্রমিত! নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্পেশাল আউটডোর। করোনার হানা কল্যাণী কলেজ অফ মেডিসিন ও জেএনএম হাসপাতালেও। সেখানকার শতাধিক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। মালদার ইংরেজবাজারের ৮টি ওয়ার্ডে চালু হয়েছে মাইক্রো কনটেনমেন্ট জোন।
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসক সহ ১৩৩ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এর জেরে ব্যাহত স্বাস্থ্য পরিষেবা। চিন্তায় পড়েছেন রোগীর আত্মীয় থেকে হাসপাতাল কর্তৃপক্ষ। পুরুলিয়ার রঘুনাথপুরে মাস্ক না পরায় গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।
বারবার বলা সত্ত্বেও কথা শুনছে না কিছু মানুষ। তাঁদের সচেতন করতে জলপাইগুড়ি শহরে একযোগে রাস্তায় নামল পুলিশ, প্রশাসন, পুরসভা। মাস্ক না পরে বাইরে বেরনো ব্যক্তিদের করানো হল র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। জেলা পরিষদের সহ সভাধিপতি করোনা আক্রান্ত হওয়ার পর, পুরসভার তরফে স্যানিটাইজ করা হয়েছে জেলা পরিষদ ভবন।