কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: মহাসপ্তমীতে মর্মান্তিক দুর্ঘটনা। স্ত্রী ও কন্যা হারিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শম্ভুনাথ পণ্ডিতের চিকিৎসক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড় থানার আমড়া এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক কিশলয় নায়েক, তাঁর পরিবার নিয়ে চার চাকা গাড়ি করে কলকাতা থেকে বর্ধমান আসছিলেন। সেই সময় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি রাস্তার পাশে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে।ঘটনার পর আহতদের উদ্ধার করে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় চিকিৎসকের স্ত্রী ও মেয়ের। পরে গুরুতর আহত চিকিৎসক কিশলয় নায়েককে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত রাজশ্রী নায়েক (৪৫)এবং অদ্রিয়ালয়া নায়েক (১৩) ডাক্তার কিশলয় নায়েকের স্ত্রী ও কন্যা। পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসক কিশলয় নায়েক কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শিশু বিভাগের চিকিৎসক। তিনি উত্তর ২৪ পরগনার মানিকতলা থানা এলাকার বাসিন্দা ।তবে তাঁর আদি বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়না থানার মুগরো গ্রামে। পরিবারে শোকের ছায়া।
আরও পড়ুন, অষ্টমীতেও নেই রেহাই ? দুর্যোগের আশঙ্কা কতটা ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
পুজোর আবহেও আরও একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল মহানগর। এবার মহালয়ার সকালে মর্মান্তিক মৃত্যু হয়েছিল কলকাতায়। পে লোডারের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল নবম শ্রেণির ছাত্রের। স্থানীয়রা ২টি পে লোডারে ভাঙচুর চালায়। কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁরা। এদিন সকাল ৭টা নাগাদ বাঁশদ্রোণির দীনেশ নগরে দুর্ঘটনা ঘটেছিল। মৃত সৌম্য শীলের বাড়ি রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের দাবি, এই এলাকায় রাস্তা বেশ কয়েকবছর ধরে বেহাল। এবার পুজোর মুখে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। আজ টিউশন পড়তে যাওয়ার সময়, সরু রাস্তায় ওই ছাত্রকে পিষে দেয় পে লোডার। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিন স্থানীয়রা। কাউন্সিলরের বিরুদ্ধে উঠেছিল ‘হায়, হায়’ স্লোগান। নিকাশির কাজ হওয়ায় রাস্তা সারানো হচ্ছিল, প্রতিক্রিয়া তৃণমূল কাউন্সিলরের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।