রানা দাস, কাটোয়া: কাটোয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। বাস দুর্ঘটনায় মৃত ১, আহত বেশ কয়েকজন শিশু-সহ ৫০ জন যাত্রী। কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি আহতরা। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 


যাত্রীদের অভিযোগ বাসে প্রচুর যাত্রী তোলা হয়েছিল এবং দ্রুত গতিতে বাস চলছিল। সামনে একটি মোটর বাইক চলে আসর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা। হাসপাতাল থেকে পুলিশকে মাইকিং করতে শোনা গেল আহত যাত্রীদের বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যেতে গেলে  কোন অ্যাম্বুলেন্স যেন যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া না নেয়।


পুলিশ সূত্রে খবর এই বাস দুর্ঘটনার মূল কারণ হচ্ছে মেকানিক্যাল ফল্ট। বাসের ফিটনেস ছিল না। সেই কারণে স্প্রিং পাতি ভেঙে দুর্ঘটনা। বাসের মালিক ও  চালকের বিরুদ্ধে হতে পারে অনিচ্ছাকৃত খুনের মামলা। এইসব আনফিট গাড়িকে কিভাবে ফিটনেস সার্টিফিকেট দেয়া হয় তাও তদন্ত করা হবে পুলিশের পক্ষ থেকে। 


কলকাতায় পথ দুর্ঘটনা


কলকাতার (Kolkata) রাস্তায় ফের পথ দুর্ঘটনা (Road Accident)। এবার স্থান লেকটাউন (Lake Town)। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২টি গাড়িতে ধাক্কা মারে বিএসএফের গাড়ি (BSF Vehicle)। বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।                                                     


ভয়াবহ পথদুর্ঘটনা


ফের মহানগর সাক্ষী থাকল ভয়াবহ পথ দুর্ঘটনার। এদিন নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দুটি গাড়িতে ধাক্কা মারে বিএসএফের একটি গাড়ি। বিমানবন্দর থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। একটি হলুদ ট্যাক্সি সম্পূর্ণ রূপে দুমড়ে মুচড়ে  গিয়েছে। আহত একাধিক।              


শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৮জন আহত হয়েছেন। এঁদের মধ্যে তিনজন ট্যাক্সির আরোহী, বাকি পাঁচজন বিএসএফের জওয়ান। বিকেল তিনটে নাগাদ বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙার দিকে ভিআইপি রোড ধরে বিএসএফের গাড়িটি যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি প্রথমে একটি প্রাইভেট গাড়িতে ধাক্কা মারে, তারপর ট্যাক্সিতে ধাক্কা মারে। এরপর সেই ট্যাক্সি গিয়ে একটি বাসে ধাক্কা মারে। আহত ট্যাক্সি চালকও। প্রত্যেক আহতকেই চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।