রায়না: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে খুন। টাকা লুঠের অভিযোগ। পূর্ব বর্ধমানের রায়নার ঘটনা। মৃতের নাম হামিদ আলি খান। স্থানীয় সূত্রে খবর, লটারির দোকান বন্ধ করে গতকাল রাত সোয়া ১০টা নাগাদ বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী।


অভিযোগ, বাইক আরোহী তিন দুষ্কৃতী ব্যবসায়ীর পথ আটকে গুলি চালায়। সঙ্গে থাকা ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। শুধু লুঠের উদ্দেশ্যেই খুন কিনা খতিয়ে দেখছে মাধবডিহি থানার পুলিশ।


অন্যদিকে এ দিনই বেলিলিয়াস রোডে লোহার দোকানে কোটি টাকা লুঠের ঘটনায় ৩ জনকে আটক করল ব্যাঁটরা থানার পুলিশ। আটকদের মধ্যে অ্যাপ ক্যাব চালকও রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই বরানগর ও মহেশতলা থেকে আরও দু’  জনের হদিশ মেলে। গতকাল বেলা সাড়ে ১২টা নাগাদ হাওড়ার বেলিলিয়াস রোডের ওই লোহার দোকানে হানা দেয় তিন দুষ্কৃতী। মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা ১ কোটি টাকা লুঠ করে বলে অভিযোগ।


পাশাপাশি সম্প্রতি লুঠ হয়ে গিয়েছিল জেরক্স মেশিনে (Xerox Machines) ঠাসা আস্ত একটি কন্টেনার (Container Looted)। রহস্য সমাধানে পুলিশ যখন হন্যে হয়ে ঘুরছে, সেই সময় লুঠ হয়ে যাওয়া চারটি জেরক্স মেশিনের হদিশ মিলল সুন্দরবনে। শুধু সুন্দরবনই নয়, ডায়মন্ড হারবার (Diamond Harbour), কাকদ্বীপ (Kakdwip)-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিক জেরক্স মেশিন উদ্ধার হয়েছে। যেগুলি ভিন্ রাজ্য থেকে কন্টেনারে বোঝাই করে আনা হচ্ছিল। হদিশ মিলেছে লুঠ হয়ে যাওয়া কন্টেনারটিরও। এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে বলে অনুমান পুলিশের।


লুঠ হয়ে যাওয়া জেরক্স মেশিনগুলি ক্যানন সংস্থার। সেগুলির সামগ্রিক মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা। গত ১২ জানুয়ারি চেন্নাই থেকে জেরক্স মেশিনগুলি বোঝাই করে বাংলার উদ্দেশে রওনা দেয় একটি কন্টেনার।  কিন্তু হাওড়ার ধূলাগড়ে (Dhulagarh) পৌঁছনোর পর কার্যত গায়েব হয়ে যায় কন্টেনারটি। এ ভাবে আস্ত কন্টেনারটি লুঠ হয়ে যাওয়ায় ফাঁপরে পড়ে পুলিশও। তদন্তকারী দল গড়ে তোলা হয়। বিভি্নন জেলার থানার সঙ্গে সংযোগ রেখে শুরু হয় তল্লাশি অভিযানও।