রানা দাস, কালনা: রাস্তায় চট শুকোনোকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনার (Kalna) খরিনানে প্রতিবেশীকে খুনের চেষ্টার (Attempt to murder) অভিযোগ উঠল। আক্রান্ত যুবক আশঙ্কাজনক অবস্থা ভর্তি হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, রাস্তায় চট শুকোতে দিয়েছিলেন ওই যুবকের বৌদি। এই নিয়ে প্রতিবেশী পরিবারের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, বৌদিকে মারতে যাওয়ার প্রতিবাদ করেন যুবক। তার জেরে অভিযুক্ত প্রতিবেশী ধারাল অস্ত্র দিয়ে যুবককে কোপাতে শুরু করে। হাতে আঘাত পান ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ।
কিছুদিন আগে কালনাতেই সন্দেহের বশে প্রতিবেশী যুবককে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুনের চেষ্টার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, আহত যুবকের নাম মিলন শিকদার। অভিযুক্ত ব্যক্তির নাম চিন্ময় কর্মকার।
পুলিশ সূত্রে খবর, মিলনকে ফোন করে বাড়ি থেকে ডেকে আনেন চিন্ময়। এরপর চপার দিয়ে মিলনের মাথায় আঘাত করার পাশাপাশি হাতুড়ি দিয়ে তাঁর বুকে মারেন চিন্ময়। বেধড়ক মারধরেরর কারণে মিলন সংজ্ঞাহীন হয়ে পড়ায় তাঁর মৃত্যু হয়েছে ভেবে ফেলে রেখে পালিয়ে যান চিন্ময়। এরপর স্থানীয়দের তৎপরতায় সংজ্ঞাহীন, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় মিলনকে।
মিলনের যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চিন্ময় কর্মকারের স্ত্রী অনলাইনে কেনাকাটার জন্য মোবাইল ফোন নিয়ে প্রায়ই আসতেন মিলনের বাড়িতে। সেই সূত্রেই মিলনের মোবাইল নম্বর ওই অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর ফোনে ছিল। তবে তা না জেনেই শুধু সন্দেহের বশে মদ্যপ অবস্থায় রাতে মিলনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের চেষ্টা করেন অভিযুক্ত চিন্ময়। এই ঘটনায় কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।