রাণা দাস, কালনা : এবার কালনায় তৃণমূল নেতার 'দাদাগিরি'। সদলবলে গৃহস্থের বাড়িতে ঢুকে বাড়ির মহিলা-সহ তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল। ঘটনায় অভিযুক্ত কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে মারধরের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এক মহিলাকে চড়-থাপ্পড় মারতে দেখা যায় অভিযুক্তকে। ভিডিওতে অবশ্য দুই পক্ষকেই একে অপরকে মারধর করতে দেখা যাচ্ছে। এদিকে ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে কালনায়।


কালনার দেবনাথ পাড়া এলাকায় একটি জায়গায় পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা, অশান্তির ঘটনায় এক মহিলা-সহ তাঁর পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ উঠল কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি ও তাঁর দলবলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতে মারধরের সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওতে দুই পক্ষকেই একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়। পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কালনার দেবনাথ পাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ। 


শনিবার কালনা হাসপাতালে উপস্থিত হয়ে তিনি বলেন, 'আমাদের বাড়ির পাশে একটি জমি রয়েছে। সেই জমি ঘিরে নেওয়াকে কেন্দ্র করে ঝামেলা অশান্তি হয়। গোপাল তিওয়ারি এবং তাঁর দলবল গতকাল আমার শাশুড়িকে মারধরের পর আজ শনিবার সকালে আমাকে এবং আমার পরিবারের বেশ কয়েকজনকে মারধর করেন। 


এনিয়ে কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, 'এটা পারিবারিক বিবাদ। ঘটনাটা ঘটেছে, এটা ঠিক হয়নি। এভাবে মহিলার গায়ে হাত দেওয়া ঠিক নয়।'


পুরো বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। যদিও তৃণমূল নেতা গোপালকে তিওয়ারির দাবি, তাঁর কেনা জায়গায় পাঁচিল দিয়েছিলেন। সেই পাঁচিলটিকে ওঁরা (মহিলার পরিবার) ভেঙে দেন। এমনকী আজ সকালে তিনি বলতে যাওয়ায় উল্টে তাঁকেই মারধর করা হয়েছে। 


পুরো বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হবেন বলে জানান গোপাল বাবু। যদিও গ্রেফতারির আগেই গোপাল তিওয়ারি বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ করেন। তাতে তিনি উল্লেখ করেন, তিনি ব্যাঙ্ক থেকে জায়গাটি কিনেছিলেন। সেই জায়গায় পাঁচিল দিতে গেলে এই পরিবার বাধা দেয়।


এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, 'আইন কারো হাতে তুলে নেওয়া উচিত নয়। পুলিশ তদন্ত করে দেখুক, দোষ কার রয়েছে। '


এই পরিস্থিতিতে প্রশ্নটা উঠছে তৃণমূল নেতা নিজের হাতে আইন কেন তুলে নিলেন ? এই জমি যদি বৈধভাবে গোপাল তিওয়ারির হয়েও থাকে , সেটা যদি ভেঙে দেয় তাহলেও তাঁর পুলিশের দ্বারস্থ হওয়া উচিত ছিল। এভারে মারধর করতে কেন গেলেন ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।