রাণা দাস, কাটোয়া (পূর্ব বর্ধমান) : বাড়িতে তালা দিয়ে কয়েক ঘণ্টার জন্য বেরিয়েছিলেন, ফিরে দেখলেন আলমারি ফাঁকা। কেউ আবার ক’দিনের জন্য গেছিলেন বেড়াতে। সফর সেরে এসে দেখলেন ঘর লন্ডভন্ড। পুজোর ছুটিতে বর্ধমান শহরে এরকমই ১৫টি চুরির অভিযোগ জমা পড়েছে। কাটোয়ায় তিনটি, কালনা ও মেমারিতে দুটি চুরির অভিযোগ সামনে এসেছে। দুষ্কৃতীদের দৌরাত্ম্য ঠেকাতে, অভিনব পন্থা নিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ফাঁকা বাড়িতে চুরি রুখতে বিশেষ অ্যাপ আনতে চলেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ (Purba Burdwan District Police)। জেলার ৬টি পুরসভা এলাকায় চালু হচ্ছে বিশেষ অ্যাপ (Theft Preventing App)। ক’দিনের জন্য বাইরে যাচ্ছেন তা অ্যাপে জানিয়ে রাখলে, আপনার বাড়ির উপর নজরদারি চালাবে পুলিশ।


কীভাবে কাজ করবে এই অ্যাপ? রান্নার গ্যাস বা বিদ্যুতের বিলের কনজিউমার আইডি দিয়ে অ্যাপের লগ ইন করতে হবে। অ্যাপের মাধ্যমে তালাবন্ধ বাড়ির ছবি, লোকেশন, কতদিন বাড়ি ফাঁকা থাকবে সেই সংক্রান্ত তথ্য পুলিশের কাছে পৌঁছে যাবে। বাড়ির মালিক ফেরার পর, অ্যাপের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন সেই কথা। ফাঁকা বাড়িতে চুরি রুখতে আগামী বছরের শুরুতেই আনা হচ্ছে এই অ্যাপ। পুলিশের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি কাটোয়াবাসী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চুরির ভয়ে বাড়ির বাইরে আগে বেরোতে পারতাম না। এবার অ্যাপ হলে পুলিশের উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত বেড়াতে যাব।


অ্যাপ প্রসঙ্গে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন বলেছেন, 'গ্যাস বা বিলের আইডি, নাম, ঠিকানা ফোন নম্বর দিতে হবে। যেখান থেকে যাচ্ছে তার ফটো আমাদের দেবেন। দু’বার গিয়ে পুলিশ দেখে আসবে।' বর্ধমান জেলার ৬টি পুরসভা এলাকায় মিলবে এই পরিষেবা। অপরাধ রুখতে জেলার সবকটি পুর এলাকায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা। কাটোয়া ও দাঁইহাটে বসানো হয়েছে ২০০টি সিসি ক্যামেরা।  


আরও পড়ুন- কেন্দ্রীয় সরকারের বিনামূল্যের উজ্জ্বলা গ্যাস পেতে দিতে হচ্ছে নগদ টাকা!