কমলকৃষ্ণ দে, বর্ধমান : আগামীকাল প্রজাতন্ত্র দিবস (Republic Day)। এই উপলক্ষ্যে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি যে কোনওরকম নাশকতা রুখতে তৎপর পূর্ব বর্ধমান জেলা পুলিশও। বর্ধমানে শহরের (Burdwan Town) বিভিন্ন জায়গায় খতিয়ে দেখা হল নিরাপত্তা।


বর্ধমান শহরের বিভিন্ন জনবহুল এলাকা ও শপিং মলগুলিতে স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি অভিযান চালাল পুলিশ। বর্ধমান শহরের বিসি রোড, দত্ত সেন্টার, বৈদ্যনাথ কাটরা, বাসস্ট্যান্ড-সহ বিভিন্ন এলাকা ও শপিংমলগুলিতে চালানা হয় তল্লাশি।


জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় বলেন, রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। তাই তার প্রাক্কালে যে কোনও ধরনের নাশকতা রুখতে ও নিরাপত্তা জোরদার করতে জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন গুরত্বপূর্ণ জনবহুল এলাকায় জোরদার তল্লাশি চালানো হচ্ছে। গুরত্বপূর্ণ সমস্ত জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। জেলার সীমান্ত এলাকাগুলিতে নাকা চেকিং করা হচ্ছে।


আরও পড়ুন ; জঙ্গি হামলার আশঙ্কা, প্রজাতন্ত্র দিবসের আগে সতর্ক বিএসএফ


এদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, রেড রোডে থাকছে পাঁচটি ওয়াচ টাওয়ার। মোতায়েন থাকবেন এক হাজারেরও বেশি পুলিশকর্মী। এছাড়াও কাল শহরের গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালাবে পুলিশ।


প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গি হামলা ঠেকাতে বাড়তি সতর্ক সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জঙ্গিরা হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর এসেছে। সেই কারণেই তাঁরা সতর্ক বলে জানিয়েছেন বিএসএফ-এর আইজি ডি কে বুরা। তিনি আরও বলেছেন, দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ভালভাবেই পালিত হবে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস


সম্প্রতি দিল্লির সীমানা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। প্রজাতন্ত্র দিবসে জঙ্গিরা হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা বিভাগ।