কমলকৃষ্ণ দে, বর্ধমান: স্বাধীনতা দিবসের প্রাক্কালে উদ্ধার বোমা। বর্ধমানের বালিঘাট এলাকার ঘটনা। শুক্রবার পরিত্যক্ত একটি রাইসমিল থেকে একটি প্লাস্টিকের জার মিলেছে। সেই জার থেকেই উদ্ধার হয়েছে বোমা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডির বোম ডিসপোসাল স্কোয়াড। রাইসমিলের ভিতরে একটি চৌবাচ্চার মধ্যে থেকে জারটি উদ্ধার করা হয়েছে।


খাগড়াগড় থেকে মেরেকেটে ২ কিমি দূরেই বালিঘাট। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই রাইসমিলটি বন্ধ অবস্থায় পড়ে ছিল। এদিকে লোকজন না আসায় আগাছায় ভরে গিয়েছিল জায়গাটি। গতকাল বিকেলে এক যুবক জঙ্গলে মধু সংগ্রহ করতে যায়। তখনই তাঁর নজরে আসে জারটি। জঙ্গল থেকে বেরিয়ে স্থানীয়দের জানালে, স্থানীয়রাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। বম্ব ডিসপোসাল স্কোয়াডকেও খবর দেওয়া হয়। 


প্রাথমিকভাবে স্থানীয়রাও অনুমান করেছিলেন, আর তাতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। বোমা উদ্ধারের খবরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এরপর পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয়দের অনুমানই সঠিক। জারের ভিতরে বোমা রাখা রয়েছে বলেই জানিয়েছে ডিসপোসাল স্কোয়াড। বোমাগুলি উদ্ধার করে ডিসপোস করবে বম্ব ডিসপোসাল স্কোয়াড। কী কারণে এবং কারা এই কাজ করে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পেছনে কোনও নাশকতার ছক রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।


উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আগে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কিছু জায়গায় চলছে নজরদারি। গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ডিআরএম। মাঝে আর একটা দিন। এর পরই ৭৫তম স্বাধীনতা দিবস। ইতিমধ্যেই রাজ্যে জঙ্গি সন্দেহে পাকড়াও একাধিক ব্যক্তি। তাই স্বাধীনতা দিবসের দিন  সমস্তরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই কোমর বাঁধছে প্রশাসন। উত্তর-পূর্ব ভারতের প্রবেশ দ্বার শিলিগুড়ি। আর বাগডোগরা বিমানবন্দর ও নিউ জলপাইগুড়ি স্টেশন গুরুত্বপূর্ণ প্রবেশ পথ হওয়ার কারণে কড়া নজরদারি চলছে সেখানে। 


এ দিন নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে যাত্রীদের ব্যাগ ও স্টেশন সংলগ্ন অঞ্চলের আশপাশের নিরাপত্তা খতিয়ে দেখেন ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী। স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। এ দিন স্নিপার ডগ নিয়ে গোটা স্টেশন ও স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিতে তল্লাশি চালানো হয়।


উল্লেখ্য, স্বাধীনতা দিবসের দিন নিরাপত্তার স্বার্থে কড়া নজরদারি চলছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েও। আজ সীমান্ত লাগোয়া বালুরঘাট শহরে চকভৃগু এলাকায় রেল স্টেশনে আরপিএফ জিআরপিএফ এবং বম্ব স্কোয়াডের কর্মীরা বালুরঘাট স্টেশনে নাকা চেকিং চালায়। এ ছাড়াও ট্রেনেও চেকিং করে বম্ব স্কোয়াডের কর্মীরা।