ঋত্বিক প্রধান, কাঁথি: বৈশাখী মেলার (Baisakhi Mela) আয়োজন নিয়েও তৃণমূল কংগ্রেসে (TMC) সংঘাত। পুরসভার (Contai Municipality) সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) লড়াই। শাসক দলের বিবাদ গড়াল আদালতে (Court)।


কাঁথিতে মেলা নিয়ে শাসক দলের বিবাদ


স্থানীয় সূত্রে খবর, বছর ছয়েক ধরে কাঁথির প্রভাতকুমার কলেজের উল্টো দিকের মাঠে বস্ত্র মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এপ্রিলের শেষে শুরু হয়ে পুজোর আগে পর্যন্ত চলে এই মেলা। মেলা পরিচালনার দায়িত্ব ছিল প্রভাতকুমার কলেজের ছাত্র সংসদের। ছাত্র সংসদের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় বর্তমানে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের একটি ইউনিট রয়েছে। এবার তারাই মেলার আয়োজনের অনুমতি চেয়েছে। মেলার আয়োজন করতে চেয়েছে তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভাও।মেলার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে শাসক দলের বিবাদ গড়িয়েছে আদালতে। 


কাঁথির প্রভাতকুমার কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি শেখ ইমরানের দাবি, ‘মেলার জন্য সব জায়গা থেকে পারমিশন নিয়েছি। দুর্ভাগ্যের বিষয় হল আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি অথচ তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভা থেকে পারমিশন পাইনি। অনেকবার ঘুরিয়েছে। তাই আদালতে গিয়েছি।’


পাল্টা কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার দাবি, ‘মেলা থেকে যা আয় হয় তার একটা কণাও পুরসভার ডেভেলপমেন্ট ফান্ডে জমা পড়ে না। টাকা নয়ছয় হয়। পুরসভার টাকার অভাব না মিটলে উন্নয়ন কী করে হবে? ডেভেলপমেন্ট ফান্ডে মেলার টাকা দিলে অনুমতি দেব।’


তৃণমূলকে কটাক্ষ বিজেপির


মেলার আয়োজন ঘিরে তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভা ও তৃণমূল ছাত্র পরিষদের এই দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত বলেছেন, ‘আসল কথা মেলা নয়। আসল হল কে ক্ষমতা ধরে রাখবে। যার হাতে ক্ষমতা সে তত বেশি কাটমানি পাবে। মেলা নিয়ে গন্ডগোল নয়, বখরা নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল।’


তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভা ও তৃণমূল ছাত্র পরিষদের বিবাদ পৌঁছেছে আদালতে। হাইকোর্ট কী রায় দেয়, সেই দিকে তাকিয়ে দু’পক্ষ।